• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

ক্রিকেটে ফিরছেন শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২১, ১০:৫৪
শহীদ আফ্রিদি

চলতি বছর ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছিলেন শহীদ আফ্রিদি। তবে মাঝপথে লিগ স্থগিত হলেও সেটি পরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। তবে চোটের কারণে খেলেননি এই তারকা অল-রাউন্ডার।

এরপর প্রায় ৬ মাস বিরতি দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন ৪১ বছর বয়সী এই অল-রাউন্ডার। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগের প্রথম আসরে দল পেয়েছেন তিনি। দেশটির তারকা খেলোয়াড় সন্দীপ লামিচানের দল কাঠমুন্ডু কিংস ইলেভেনের হয়ে খেলবেন আফ্রিদি।

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে এই লিগ। গত বছর অনুষ্ঠিত হবার কথা থাকলেও করোনা মহামারির কারণে ভেস্তে যায়। এবার অবশ্য আটঘাট বেঁধেই নেমেছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন।

লম্বা সময় পর ক্রিকেটে ফেরা আর প্রথমবার নেপালে খেলবেন বলে বেশ উচ্ছ্বসিত শহীদ আফ্রিদি।

"নেপালের কাঠমুন্ডুতে প্রথমবার যাব আমি। আমার কাছে ব্যপারটা বেশ ভালোই লাগছে। আমি অপেক্ষায় আছি সেখানকার মানুষদের আনন্দ দেয়ার জন্য।"

আফ্রিদিকে দলে পেয়ে রোমাঞ্চিত লামিচানে। অপেক্ষায় আছেন স্বাগত জানানোর।

"আপনাকে স্বাগতম কাঠমুন্ডু কিংস ইলেভেনে। দলের সবাই আপনাকে দেখার অপেক্ষায়। আশা করি আপনে এখানে ভালো সময় কাটাবেন।"

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh