• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টোকিও অলিম্পিক

সোনা জয়ের লক্ষ্য ঠিক করে ফেলেছেন রোমান সানা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ জুলাই ২০২১, ১৫:০০
রোমান সানা

আর্চারি রিকার্ভ একক পুরুষ ইভেন্টে প্রথম রাউন্ডে গ্রেট ব্রিটেনের টম হলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের রোমান সানা। যা অলিম্পিকের ইতিহাসে দেশের প্রথম কেউ প্রথমবার কোনও ম্যাচে জয় পাওয়া।

তবে সুখস্মৃতিটা বেশীক্ষণ ধরে রাখা যায়নি। পরের রাউন্ডে এক ঘণ্টার ভেতরেই আবার হেরে যান কানাডিয়ান আর্চার ডুয়েনাস ক্রিসপিনের কাছে।

এই হারে বিদায় নিতে হয় বাংলাদেশকে অলিম্পিকে পদক জয়ের আশা দেখানো রোমান সানা। রোমান হেরে গেছেন ঠিকই তবে তাকে নিয়ে গর্ব করতেই পারে বাংলাদেশ।

May be an image of 2 people and people standing

গর্বের মাত্রাটা রোমান আরও বাড়িয়ে দিয়েছেন খেলা শেষে তার লক্ষ্য নির্ধারণের জানান দিয়ে। এবারের অলিম্পিক থেকে বিদায় নিয়ে হতাশ হলেও জানিয়েছেন জয়ের সুযোগ ছিল তার সামনে।

“এই ম্যাচটায় জিততে না পেরে আমি হতাশ কিন্তু অনেক সুযোগ ছিল জেতার।”

এবারের অলিম্পিক থেকে বিদায় নিলেও লক্ষ্য ঠিক করে ফেলেছেন দেশের সেরা এই তীরন্দাজ। জানিয়েছেন ২০২৪ নয়, লক্ষ্য ২০২৮ সালের অলিম্পিকে সোনা জয়।

“আমার লক্ষ্য ২০২৮ সালের অলিম্পিকে সোনা জয়। তবে আমি ২০২৪ অলিম্পিকেও খেলব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।”

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিমান করে জাতীয় দল থেকে রোমান সানার অবসর
X
Fresh