• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তান-উইন্ডিজ সিরিজে কমল ম্যাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জুলাই ২০২১, ১৬:৩১
ছবি- সংগৃহীত

ব্যস্ত সূচি পার করছে আন্তর্জাতিক ক্রিকেট। গত বছর না হওয়া সিরিজগুলোর সঙ্গে নতুন মৌসুমের সূচি যোগ হওয়ায় বিশ্রামও পাচ্ছে না ক্রিকেটাররা।

এমন ঠাসা সূচির প্রভাব পড়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে এক স্টাফের কোভিড পজিটিভ হওয়ায় স্থগিত হয় ম্যাচটি।

স্থগিত হওয়া ম্যাচের নতুন সূচি হওয়ায় প্রভাব পড়েছে পাকিস্তানের বিপক্ষে সিরিজে। যে কারণে কমে গেছে একটি ম্যাচ।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন চার ম্যাচের। যদিও এই সিদ্ধান্ত নেয়া হয়েছে দুই বোর্ডের যৌথ সম্মতিতে। একটি টি-টোয়েন্টি কমলেও কমানো হয়নি দুই টেস্ট সিরিজের ম্যাচ। নতুন সূচিতে নির্দিষ্ঠ সময়ের একদিন পর শুরু হবে পাকিস্তান-উইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ।

এ নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান রিক স্কেরিট জানান, দুই বোর্ডের সম্মতিতেই প্রথম টি-টোয়েন্টি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া উপায়ও ছিল না। তবে সিরিজের বাকি সূচি অপরিবর্তিত থাকবে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
পাকিস্তানে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা
X
Fresh