• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলঙ্কার অদ্ভুতুড়ে হার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জুলাই ২০২১, ১০:৫১
ছবি- ক্রিকইনফো

৯০ রান পর্যন্ত ৪ উইকেট, ১২৬ রানে সব উইকেট শেষ। ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রান তাড়া করতে নেমে এমন অদ্ভুতুড়ে হার দেখতে হলো টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের।

প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় লঙ্কানরা। ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম বলেই পৃথ্বী শ্ব’র উইকেট হারায় ভারত। এরপর অবশ্য ঘুরে দাঁড়ায়। শিখর ধাওয়ান ৪৬ (৩৬), সঞ্জু স্যামসন ২৭ (২০), সূর্যকুমার যাদব ৫০ (৩৪) ও শেষ দিকে ঈষান কিষাণের ২০ (১৪) রানে ভর করে ৫ উইকেটে ১৬৪ রান তোলে ভারত।

শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নেন ধুষমন্থ চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১টি উইকেট নেন চামিকা করুণারত্নে।

জবাবে ব্যাট করতে নেমে আভিষ্কা ফার্নান্দো ও মিনোদ ভানুকার ওপেনিং জুটি ভাঙে ২৩ রানে। ভানুকা ১০ রানে ফেরা পর ধানাঞ্জায়া ডি সিলভা ফেরেন ৯ রান করে। এরপর ২৬ রানে ফেরেন আভিষ্কা ফার্নান্দো।

চার নম্বরে ব্যাট করতে নেমে চারিথ আসিলাঙ্কা একপ্রান্ত আগলে রাখলেও বাকি ব্যাটসম্যানরা মেতে ওঠেন আসা-যাওয়ার মিছিলে। আসিলাঙ্কা ৪৪ (২৬) রান করে ফেরার পর বালির বাঁধের মতো ভেঙে পড়ে লঙ্কান ব্যাটিং লাইন-আপ। ১৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১২৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

ভারতের পক্ষে ৪ উইকেট নেন ভূবনেশ্বর কুমার। ২ উইকেট পান দীপক চাহার। ১টি করে উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া, ভরুন চক্রবর্তী, যুজবেন্দ্র চাহাল ও হার্দিক পান্ডিয়া।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh