• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টোকিও অলিম্পিক

ব্রাজিলকে রুখে দিয়েছে আইভরিকোষ্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জুলাই ২০২১, ১৬:২৯
ছবি- সংগৃহীত

টোকিও অলিম্পিকের ফুটবলে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে হোঁচট খেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘ডি’-তে আইভরকোস্টের সঙ্গে গোল শূন্য ড্র’তে শেষ হয়েছে ম্যাচ।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী জার্মানিকে ৪-২ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল। রিচার্লিসন হ্যাটট্রিক করেছিলেন জার্মানদের বিপক্ষে। আজ গোলের দেখাই পাননি তিনি। গোল করতে ব্যর্থ হয়েছেন দলের বাকি ফরোয়ার্ডরাও।
বলতে গেলে তেমন জোরালো সুযোগই তৈরি করতে পারেনি ব্রাজিল। শেষ মুহূর্তে আইভরিকোষ্ট গোলের দারুণ সুযোগ পেলেও অফ-সাইডের বাঁশি হতাশ করে।
শেষ পর্যন্ত গোল শূন্য ড্র মেনে নিতে হয়েছে দুই দলকে। এই ম্যাচ ড্র হলেও দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দুটি স্থান ব্রাজিল ও আইভরি কোস্টের দখলে রয়েছে।

ম্যাচের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে শুরুর ১৩ মিনিটেই। ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার ডগলাস লুইজ মাঠ ছাড়েন সরাসরি লাল কার্ড দেখে। গোল না করতে পারলেও দু'দল লাল কার্ডের ক্ষেত্রে সমতায় থাকে। ৭৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আইভরি কোস্টের এবু কোয়াসি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল ফুটবল প্রধানের পদ ফিরে পেলেন রদ্রিগেজ
X
Fresh