• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়া স্কোয়াডে সুখবর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২১, ১৭:৪৯
bangladesh vs australia, west indies vs australia, rtv online
অস্ট্রেলিয়া দল || ছবি- টুইটার

টস হওয়ার পর ম্যাচ স্থগিত হয়ে যায় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের। গেল বৃহস্পতিবার (২২ জুলাই) অজি শিবিরের এক সাপোর্ট স্টাফের কোভিড পজেটিভ হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। এরপর একে একে দুই দলের সবাইকে করোনা পরীক্ষায় করানো হয়। স্বস্তির খবর হচ্ছে দলের সবাই নেগেটিভ হয়েছেন। তাই ম্যাচটি শনিবার (২৪ জুলাই) খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের শঙ্কাও কেটেছে

সূচি অনুযায়ী ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের এই সিরিজের শেষ ম্যাচটি শনিবার হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার যেখানে দ্বিতীয় ম্যাচ থেমেছিল। সেখান থেকেই দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। অন্যদিকে তৃতীয় ম্যাচটি বসবে (২৬ জুলাই) সোমবার।

বারবাডোজের কেনসিংটন ওভালে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ১৩৩ রানে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকরারীরা। এরপরই খবর আসে করোনা আক্রান্তের বিষয়টি। সঙ্গে সঙ্গে সিরিজ সংশ্লিষ্ট সবাইকে আইসোলেশন নেয়া হয়।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, ১৫২ জনের করোনা টেস্ট করা হয়। সবাই রিপোর্ট নেগেটিভ।

এদিকে আগামী বৃহস্পতিবার (২৯ জুলাই) ঢাকায় পা রাখার কথা অস্ট্রেলিয়ার। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে খেলার কথা রয়েছে অ্যারন ফিঞ্চের দলের।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
X
Fresh