• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

টোকিও অলিম্পিক

অলিম্পিকে বাংলাদেশের হয়ে যারা লড়বেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জুলাই ২০২১, ২১:৩৪

শুক্রবার দর্শক শূন্য মাঠে আলোর ঝলকানিতে পর্দা উঠল ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের। ১৫ দিনব্যাপী এই আসরে অংশ নিয়েছে ১১ হাজারের বেশি অ্যাথলেট। অংশ নিয়েছে বাংলাদেশও।

এরইমধ্যে শুরু হয়ে গেছে আর্চারি ও ফুটবল ইভেন্ট। আর্চারিতে বাংলাদেশের রোমান সানা জায়গা করে নিয়েছেন শেষ ষোলোতে।

বাংলাদেশ থেকে বিভিন্ন ইভেন্টের বিভিন্ন ডিসিপ্লিনে এবার অংশ নিয়েছেন ছয়জন অ্যাথলেট।

আব্দুল্লাহ হেল বাকি অংশ নিয়েছেন ১০মিটার এয়ার রাইফেল ইভেন্টে। জুনায়না আহমেদ এবং আরিফুল ইসলাম অংশ নিয়েছেন নারী ও পুরুষদের ৫০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারে।

আর্চারিতে নারী এককে দিয়া সিদ্দিকি ও ও পুরুষ এককে অংশ নিয়েছেন রোমান সানা। মোহাম্মদ জহির রায়হান অংশ নিয়েছেন পুরুষ বিভাগের ৪০০ মিটার দৌড়ে।

তবে এবারের আসরকে ঘিরে স্বপ্ন দেখছে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীরা। বিশেষ করে আর্চারিতে। চলতি বছরের মে মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড স্টেজ-২ আর্চারি প্রতিযোগিতায় দ্বৈত ক্যাটাগরিতে রুপা জেতেন রোমান সানা ও দিয়া সিদ্দিকি।

এছাড়া আর্চারির ছয়টি বিশ্বকাপ খেলা রোমান সানা বিশ্ব র‍্যাংকিংয়ে রয়েছেন ২৫তম স্থানে। রিকার্ভ ইভেন্টে বিশ্ব র‍্যাংকিংয়ে রয়েছেন দশম স্থানে। ওয়ার্ল্ড আর্চারির রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ২০১৯ সালে নেদারল্যান্ডসে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ এপ্রিল)
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
ব্যাংক একীভূতকরণ নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
X
Fresh