• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জুলাই ২০২১, ১৬:০১
ছবি- টুইটার

সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২৩ রানে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ সমতায় ফেরাল জিম্বাবুয়ে। ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৫ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

সাইফউদ্দিন ফিরলেন ক্যাচ দিয়ে: ১৫ বলে ১৯ রান করে সাইফউদ্দিন ফিরলেন সাজঘরে।

আফিফের বিদায়: দলীয় ১২৭ রানের মাথায় আফিফ হোসেনের বিদায়ে হারের আরও দ্বারপ্রান্তে বাংলাদেশ। চাতারার বলে মিল্টন শুম্বার হাতে ক্যাচ দিয়ে আফিফ বিদায় নিয়েছেন ২৪ (২৫) রানে।

আশা দেখিয়ে হতাশায় ডোবালেন শামীম: অভিষেকে ব্যাট জাতে জ্বলে ওঠার আভাস দিয়ে নিভে গেলেন শামীম পাটোয়ারি। ৬৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর আফফ হোসেনের সঙ্গে দ্রুত রান তুলছিলেন শামীম। ১৩ বলে ৩টি চার ও ২টি ছয়ে ২৯ রান করে লুক জঙ্গওয়ের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে।

সোহানের উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ: দ্রুত উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। দলের ভরসা হয়ে উঠতে পারেননি নুরুল হাসান সোহানও। সাকিব-মাহমুদউল্লাহদের মতো উইকেট বিলিয়ে দিয়েছেন। দলের সবশেষ ভরসাও ছিলেন এই ডান-হাতি ব্যাটসম্যান। মাত্র ৯ রান করে ক্যাচ দিয়েছেন বাউন্ডারিতে চাতারার বলে।
৬৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা।

সাকিব-মাহমুদউল্লাহ'র বিদায়ে বিপাকে বাংলাদেশ: যেন জোড়া উইকেট পতনের দিন। ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার সৌম্য ও নাঈম বিদায় নেন মুজারাবানির এক ওভারেই।
দলের বিপদে ভরসা হতে পারেননি সাকিব আল হাসান। বিপাকে পড়া দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন সাকিব ও মেহেদী হাসান। তবে হঠাতই ছন্দপতন। দলীয় ৪৫ রানের মাথায় সাকিব বিদায় নিলেন ১২ রান করে মাসসাকাদজার বলে। এরপর ৮.১ ওভারের মাথায় মাসাকাদজার বলে মাহমুদউল্লাহ বিদায় নেন ৪ রান করে। একই ওভারে মেহেদী হাসানও বিদায় নিয়েছেন ১৫ রানে।
বাংলাদেশের সংগ্রহ ৯ ওভারে ৫ উইকেটে ৫৩ রান।

নাঈম-সৌম্যর পর সাকিবের বিদায়: দলের বিপদে ভরসা হতে পারেননি সাকিব আল হাসান। দলীয় ১৭ রানের ভেতর দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়া দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন সাকিব ও মেহেদী হাসান। দুজনের জুটি থেকে রান আসছিল দ্রুত তবে হঠাতই ছন্দপতন।
দলীয় ৪৫ রানের মাথায় সাকিব বিদায় নিলেন ১২ রান করে মাসসাকাদজার বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে।

দুই ওপেনারের বিদায় : সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শতরানের জুটি গড়েছিলেন দুই টাইগার ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার। তবে আজকের ম্যাচে শুরুতেই ভাঙ্গল জুটি। ম্যাচের তৃতীয় ওভারের ব্লেসিং মুজারাবানির প্রথম বলেই নাঈম শেখ বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ৫ (৮) রান করে। এরপর চতুর্থ বলে সৌম্য সরকারও বিদায় নিয়েছেন ৮ রানে। বাংলাদেশের সংগ্রহ ৩ ওভার শেষে ২ উইকেটে ১৭ রান।

মাধভেরের ব্যাটে বড় সংগ্রহ পেল জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের ওপেনার ওয়েসলে মাধভেরে ছাড়া বাকিরা খেলতে পারেননি বড় ইনিংস। মিডল অর্ডারে ডিওন মায়ার্সের ২৬ রানের ইনিংসের পর রায়ান বার্লের অপরাজিত ৩৪ রান। তার আগে ৭৩ রান করেন মাধভেরে। তবে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬৬ রানে থেমেছে স্বাগতিকরা।

বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী হাসান ও সাকিব আল হাসান।

মাধভেরেকে ফেরালেন শরিফুল: টাইগার বোলারদের একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪৫ বলেই তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। এরপর ভালোভাবেই এগুচ্ছিলেন শতকের পথে। তার ব্যাটে জিম্বাবুয়ের রান আসছিল দ্রুত। তবে শেষ পর্যন্ত ৭৩ রানের মাথায় আঁটকালেন পেসার শরিফুল। দলীয় ১৩৯ রানের মাথায় আফিফ হোসেনের হাতে ক্যাচ দেন এই ওপেনার।

রান আউটে কাটা পড়লেন রাজা: জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা প্রথম ম্যাচে খেলেছিলেন দুর্দান্ত ইনিংস। আজও তার উপর ছিল দলের ভরসা। তবে সাকিবের ওভারে রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন দলীয় ১২২ রানের মাথায়।

তৃতীয় উইকেট পতন: শরিফুলের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ডিওন মায়ার্স। দলীয় ৯৯ রানের মাথায় ডিপ অঞ্চলে শেখ মেহেদী হাসানের হাতে ক্যাচ দিয়ে মায়ার্স ফিরেছেন ২৬ রান করে।

ওয়েসলে মাধভেরের ফিফটি: ৪৫ বলে ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি অর্ধশতকের দেখা পেয়েছেন জিম্বাবুয়ের ওপেনার ওয়েসলে মাধভেরে। শরিফুল্রত বলে চার হাঁকিয়ে পূর্ণ করেছেন অর্ধশতক।

১০ ওভার করতে ৭ বোলার: ৮ম ওভারে শামীমের হাতে বল তুলে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তার আগে সৌম্য সরকারও করেন বোলিং। ১০ ওভারের ভেতর বোলিং করেছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, সাকিব আল হাসান, শামীম ও সৌম্য।

১১ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৮৪ রান। ৪৪ রানে অপরাজিত আছেন ওয়েসলে মাধভেরে ও ২০ রানে ডিওন মায়ার্স।

সাকিবের আঘাত: ৫.২ ওভারের মাথায় সাকিবের প্রথম আঘাত জিম্বাবুয়ে শিবিরে। নিজের প্রথম ওভার করতে এসে দ্বিতীয় বলেই ওপেনার রেগিস চাকাভাকে (১৪) ফিরিয়েছেন সাজঘরে। জিম্বাবুয়ের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেটে ৪৮ রান।

মেহেদীর শিকার মারুমণি: ওপেনার তাদিওয়ানাশে মারুমণিকে ম্যাচের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরিয়েছেন শেখ মেহেদী হাসান। ওভারের পঞ্চম বলে বোল্ড হয়েছেন ৩ (৫) রান করে। জিম্বাবুয়ের সংগ্রহ ২ ওভারে ১ উইকেটে ১৫ রান।

শামীম পাটোয়ারি

অভিষেক শামীম পাটোয়ারির: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ক্যাপ মাথায় উঠল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কাঁপানো শামীম পাটোয়ারি। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখছেন এই অল-রাউন্ডার।

প্রথম ম্যাচে চোট পাওয়ায় তার বদলে একাদশে জায়গা হয়েছে শামীমের। প্রথম ম্যাচেও বদলি ফিল্ডার হিসেবে নেমেও দুর্দান্ত এক ক্যাচ নিয়েছিলেন শামীম।

ঘরোয়া টি-টোয়েন্টিতে ৩০টি ম্যাচে (২৬ ইনিংস) ২০.৭৬ গড়ে ৪৩৫ রান রয়েছে তার। রয়েছে একটি ফিফটি। এছাড়া বল হাতেও বেশ কার্যকরী, রয়েছে ৮টি উইকেট।

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

হারারেতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করা সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে টাইগার একাদশে।

চোটের কারণে একাদশে নেই লিটন দাস ও মোস্তাফিজুর রহমানকে। অভিষেক হচ্ছে শামিম পাটোয়ারির। খেলছেন তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ের একাদশেও এসেছে দুই পরিবর্তন। এনগ্রাভা ও মুসাকান্দার বদলে একাদশে জায়গা হয়েছে টেন্ডাই চাতারা ও মিল্টন শুম্বার।

বাংলাদেশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান(উইকেট-রক্ষক), শামীম হোসেন, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম

জিম্বাবুয়ে: ওয়েসলে মাধভেরে, তাদিওয়ানাশে মারুমণি, রেজিস চাকভা (উইকেট-রক্ষক), ডিন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারবানি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh