• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাড়ে চার বছর পর ফিরলেন সোহান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২১, ১৬:৩৩
zimbabwe vs bangladesh bangladesh vs  zimbabwe, rtv online, Nurul Hasan Sohan, rtv online
ছবি- টুইটার

২০১৬ সালে জানুয়ারিতে জিম্বাবুরের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল নুরুল হাসান সোহানের। শেষবারের মতো খেলেছিলেন ২০১৭ সালের জানুয়ারিতেই। ৯ ম্যাচে ৭৮ রান তুলেছিলেন। কেটে গেছে দীর্ঘ সাড়ে চার বছর। এরমাঝে আর খেলা হয়নি নুরুল হাসান সোহানের। অবশেষে ফিরছেন সংক্ষিপ্ত ফরম্যাটে।

সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টিতে ৩৮৯ রান করেন সোহান। যা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। স্ট্রাইকরেট ছিল প্রায় ১৫০। গড় সাড়ে ৩৫ এর কাছাকাছি।

দুর্দান্ত পারফরমেন্সের কারণে জিম্বাবুয়ে সফরে ডাক পান সোহান। সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নেমে ৩৯ বলে ৪৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। চারটি চার মেরে ইনিংসটি সাজান তিনি।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। এদিন একাদশে জায়গা হয়েছে সোহানের।

বাংলাদেশ একাদশ

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ

সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাবা, লুক জঙ্গুয়ে, ওয়েসলি মাধেভারে, ওয়েলিংটন মাসাকাদজা, তাদিওয়ানশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড গারাভা ও তারিসাই মুসাকান্দা,

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
বিশ্বকাপের ভাবনা থেকে বাদ পড়লেন যে দুই ওপেনার!
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
বিশ্বকাপের দেড় মাস আগে হতাশার গল্প শোনালেন শান্ত
X
Fresh