• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তামিমের শতক, জবাব দিচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ জুলাই ২০২১, ১৯:৩৭
zimbabwe vs bangladesh bangladesh vs  zimbabwe, rtv online, tamim
ছবি- টুইটার

জিম্বাবুয়ের দেয়া ২৯৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শতক তুলে নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

মঙ্গলবার (২০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে ইনিংসের ৩০ ওভারে চার মেরে তামিম তুলে নেন ক্যারিয়ারের ১৪তম শতক।

মাইলফলক গড়তে তুলতে আটটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন দেশ সেরা এই ওপেনার।

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায় টাইগাররা। ৪৯.৩ বলে ২৯৮ রানে অল আউট হয় স্বাগতিকরা।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন তামিম ইকবাল ও লিটন দাস। ৩৭ বলে ৩২ রান করে বিদায় নেন লিটন। তামিমের সঙ্গে যোগ দিয়ে ৫৯ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। ৪২ বলে ৩০ রান করে ফিরে যান সাকিব।

৩১ ওভার পর ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৯২ রান। ১৭ বলে ১০ রান করেছেন মোহাম্মদ মিঠুন। ৯১ বলে ১০৭ রান তুলেছেন তামিম।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফ উদ্দিন, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ

তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাভা, রায়ান বার্ল, ব্রেন্ডন টেলর, ডিয়ন মায়ার্স, ওয়েসলে মাধভের, সিকান্দার রাজা, লুক জঙ্গি, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজুরাবানি এবং ডোনাল্ড টিরিপানো।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিবির
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
X
Fresh