• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের লড়াকু সংগ্রহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২১, ১৭:০৯
zimbabwe-vs-bangladesh-2nd-odi, rtv online
ছবি- সংগৃহীত

হারারেতে প্রথমে ব্যাট করে লড়াকু সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান তুলেছে ব্রেন্ডন টেইলরের দল।

রোববার (১৮ জুলাই) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে স্বাগতিকরা।

ম্যাচের প্রথম ওভারেই তাসকিন আহমেদ ওপেনার তিনাশে কামুনহুকামুয়েকে বিদায় করেন। আফিফ হোসনের হাতে ক্যাচ দেয়ার আগে ৫ বলে ১ রান তুলেন এই ওপেনার। ১৮ বলে ১৩ রান তুলে বোল্ড হন তাদিওয়ানাশে মারুমানি।

তৃতীয় উইকেটে রেগিস চাকাভাকে নিয়ে ৪৭ রানের জুটি গড়ে লড়াইয়ের আভাস দেন ব্রেন্ডন টেইলর। দলীয় ৮০ রানে ফিরে যান চাকাভা। ৩২ বলে ২৬ রান তুলে সাকিবের বলে বোল্ড হন তিনি।

অন্যদিকে ৫৭ বলে ৪৬ রান করা টেইলর শরিফুল ইসলামের বলে হিট উইকেট হয়ে মাঠ ছাড়েন।

সাকিবের বলে মাহমুদুল্লাহ রিয়াদের তালুবন্দি হওয়ার আগে ৫৯ বল খেলে ৩৪ রান তুলেন ডিওন মেয়ার্স।

ষষ্ঠ উইকেটে ওয়েসলে মাধভের ও সিকান্দার রাজা ৬৩ রান যোগ করেন। ৬৩ বলে ৫৬ রান তুলেন মাধভের। ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তোলার পর শরিফুলের বলে তামিমের হাতে ধরা পড়েন এই স্পিনিং অলরাউন্ডার।

অন্যদিকে ৪৪ বল খেলে ৩০ রান করেন রাজা। অভিজ্ঞ এই অলরাউন্ডার সাইফ উদ্দিনের বলে উইকেটের পেছনে থাকা লিটন দাসের গ্লাভসে ক্যাচ দেন।

৭ বলে ৮ রান করেন লুক জঙ্গি ও ২ ব খেললেও রানের খাতা তুলতে পারেননি ব্লেসিং মুজুরাবানি। দুজনই বিদায় নেন শরিফুলের বলে।

৬ বলে ৪ রান করে অপরাজিত ছিলেন টেন্ডাই চাতারা। ৭ বলে ৭ রান করে ক্রিজে ছিলেন রিচার্ড গারাবা।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ

তিনাশে কামুনহুকামুয়ে, তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাভা, ব্রেন্ডন টেলর, ডিয়ন মায়ার্স, ওয়েসলে মাধভের, সিকান্দার রাজা, লুক জঙ্গি, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজুরাবানি এবং রিচার্ড গারাভা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিবির
জিম্বাবুয়ের প্রেসিডেন্টসহ শীর্ষস্থানীয়দের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
টিভিতে আজকের খেলা
X
Fresh