• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জুনিয়ররা জ্বলে ওঠায় সন্তুষ্ট তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ জুলাই ২০২১, ১৮:১৭
zimbabwe-vs-bangladesh, Tamim iqbal, rtv online
ছবি- টুইটার

জিম্বাবুয়ের বিপক্ষে আইসিসি ওয়ানডে সুপার লিগের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫৫ রানে জয় পেয়েছে টাইগাররা। ওই ম্যাচে শতক তুলেছেন লিটন দাস। শেষ দিকে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ দ্রুত রান তুলে দলকে শক্ত অবস্থানে তুলে দেন। জুনিয়ররা দলের হাল ধরায় তৃপ্তির সুর অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে।

হারারে স্পোর্ট ক্লাবে প্রথম ম্যাচে ৭৪ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। ৯৩ রানের জুটি গড়েন লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদ।

শনিবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় লাল-সবুজদের দলনেতা বলেন, ‘একটা পর্যায়ে আমরা খুব বিপদে ছিলাম। একটা কথা নিয়ে সব সময় আলোচনা হয়। আমরাও বলেছি, জুনিয়রদের পারফরমেন্স করতে হবে। আমার মনে হয় কালকে পারফেক্ট গেম ছিল। লিটন বেশ দায়িত্ব নিয়ে একটা ইনিংস খেলেছে। ১০০, ৫০ করে উদযাপন করা খুব সহজ। আমার কাছে ছোট ছোট অবদান অনেক গুরুত্বপূর্ণ।’

৩৫ বলে ৪৫ করা আফিফের ইনিংসের উদাহরণ টেনে তামিম বলেন, ‘এই ইনিংসটা যদি ও না খেলতো তাহলে আমরা ২৭৫ যাই করেছি তা করতে পারতাম না। ৩০/৪০ রান কম হতো।’

আফিফের কথা বলতে বলতে মেহেদী হাসান মিরাজের ইনিংসের গুরুত্বও অনেক ছিল বলে মন্তব্য করেন অধিনায়ক। ‘লিটন ও রিয়াদ ভাই যখন আউট হলো ওই সময় আরেকটি উইকেট পড়ে গেলে ২৩০/২৪০ তুলতেই আমাদের কষ্ট হতো। ছোট ছোট অবদানগুলোর গুরুত্ব সবসময় আমি দিতে পছন্দ করি।’

রোববার (১৮ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও টি-স্পোর্টস।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-সাকিব-জ্যোতিরা
X
Fresh