• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মাশরাফিকে টপকে গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২১, ১৯:২০
ছবি- সংগৃহীত

ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। শুক্রবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাশরাফীকে টপকে গিয়েছেন সাকিব আল হাসান।

জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলরকে ফিরিয়ে তুলে নেন ২৭০তম উইকেট। তাতেই ছাড়িয়ে গেলেন অগ্রজ মাশরাফিকে।

এতদিন ২৬৯ উইকেট নিয়ে মাশরাফী ছিলেন ওয়ানডেতে উইকেট শিকারির তালিকায় শীর্ষে। তৃতীয় স্থানে থাকা আব্দুর রাজ্জাকের উইকেট সংখ্যা ২০৭টি।

বর্তমান সময়ে দলে থাকা বোলারদের মধ্যে রুবেল হোসেনের রয়েছে ১২৯ উইকেট, মোস্তাফিজুর রহমানের ১২৪টি, মাহমুদউল্লাহ রিয়াদের ৭৬টি, মেহেদী মিরাজের ৫৪টি, তাসকিন আহমেদের ৫৩টি ও মোহাম্মদ সাইফউদ্দিনের রয়েছে ৩৭টি উইকেট।

উল্লেখ্য, এই পরিসংখ্যান জিম্বাবুয়ের ইনিংসের ৪ উইকেট পতন পর্যন্ত।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
পছন্দের এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
X
Fresh