• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শুক্রবার শুরু জাতীয় পুরুষ পেসাপালো প্রতিযোগিতা 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২১, ২৩:৩০
pesapallo game, rtv online
ফাইল ছবি

তৃতীয় জাতীয় পুরুষ পেসাপালো প্রতিযোগিতা-২০২১ গেল ২৭ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে তা স্থগিত হয়। সরকার আবার লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আগামী শুক্রবার থেকে মাঠে গড়াবে এই প্রতিযোগিতা-২০২১। রাজধানীর পল্টন মাঠে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১৮ জুলাই পর্যন্ত।

এ বিষয়ে পেসাপালো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের বলেন, ‘দেশের পরিস্থিতি বিবেচনায় এই প্রতিযোগিতা স্থগিত করা হয়েছিল। এখন পরবর্তী পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী শুক্রবার থেকে এটা পুনঃরায় আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি।’

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আসলে খেলোয়াড়দের সুস্থতা ও নিরাপত্তা সবার আগে। তাছাড়া সরকার কঠোর লকডাউনের যে সিদ্ধান্ত নিয়েছে সেটার প্রতি আমাদের পূর্ণ সমর্থন ছিল এবং আছে। সে কারণে আমরা এই প্রতিযোগিতা স্থগিত করেছিলাম। আমাদের সকলের উচিত মহামারি করোনাভাইরাসের বিস্তার ও সংক্রমণ রুখতে সরকারি বিধিনিষেধ, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব যথাযথভাবে মেনে চলা। লকডাউন শেষ হয়েছে এবং যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এই প্রতিযোগিতা সম্পন্ন করবো।’

এবারের এই জাতীয় প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেওয়ার কথা রয়েছে। দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ঢাকা জেলা, স্যান্ড এঞ্জেল ক্লাব, সাভার কমিউনিটি ক্লাব, টঙ্গী স্পোর্টিং ক্লাব, গাজীর চট কিশোর একাডেমি ও আলতাব হোসেন খান স্মৃতি সংসদ।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আরটিভি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh