• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রস্তুতি ম্যাচে মুস্তাফিজের চোট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২১, ২৩:২৪
mustafizur rahman shakib al hasan, Zimbabwe vs Bangladesh, rtv online
মুস্তাফিজুর রহমান || ফাইল ছবি

আগামী শুক্রবার শুরু হচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলেছে বাংলাদেশ। এই বল করতে গিয়ে চোটের কবলে পড়েছেন মুস্তাফিজুর রহমান।

বুধবার (১৪ জুলাই) তাকাসিংঘা স্পোর্টস ক্লাবে প্রথমে ব্যাট করে টাইগাররা। ৬ উইকেটে ২৯৬ রান তুলে সফরকারীরা।

জিম্বাবুয়ে সিলেক্ট একাদশের বিপক্ষে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান তুলেন তামিম ইকবাল। ৬২ বলে ৬৬ রান করেন ওয়ানডে দলের অধিনায়ক। তার ব্যাট থেকে ১১টি চার ও ১টি ছক্কা আসে।

আরেক ওপেনার নাঈম শেখ ৫২ বলে ২৫ রান করেন। ৬০ বল খেলে সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ৩৭ রান। ৬ বলে ২ রান তুলেন লিটন দাস।

অন্যদিকে ৪২ বলে ৩৯ রান করা মোহাম্মদ মিঠুন এবং ৩৬ বলে ৩০ করা মোসাদ্দেক হোসেন সৈকত অন্যদের সুযোগ করে দিতে মাঠ ছেড়ে যান।

২৩ বলে ২৮ রান তুলেন আফিফ হোসেন। ১২ বল খেলে ১৮ রান করে ফিরেন নুরুল হাসান সোহান।

মোহাম্মদ সাইফ উদ্দিন ১০ বলে ১২ এবং মেহেদী হাসান মিরাজ ৩ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন।

জিম্বাবুয়ে সিলেক একাদশের হয়ে ওয়েসলে মাধবেরে, ভিক্টোর নায়ুচি ও ফারাজ আকরাম একটি করে উইকেট তুলে নেন।

বড় লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে সিলেক্ট একাদশ। প্রথম ওভারে বল করতে এসে পায়ের রগে টান লাগে মুস্তাফিজের। ফলে আর বল করতে পারেননি বাম-হাতি এই পেসার।

এই প্রতিবেদনটি প্রকাশ করা পর্যন্ত মুস্তাফিজের চোটের বিষয়ে কোনও কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৪০.১ ওভার পর্যন্ত ব্যাট করে ৭ উইকেটে ১৮৯ রান তুলতে পারে স্বাগতিকরা। এতে ম্যাচ ড্র ঘোষণা হয়।

মোসাদ্দেক হোসেন, এবাদত হোসেন ও মোহাম্মদ সাইফ উদ্দিন দুটি করে উইকেট নেন। একটি উইকেট আদায় করেন শরিফুল ইসলাম।

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে আগামী রোববার দ্বিতীয় ও মঙ্গলবার তৃতীয় ওয়ানডে আয়োজন হবে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জিম্বাবুয়ে সিরিজ নয়, চেন্নাইয়ের সঙ্গে থাকাটা ফিজের জন্য জরুরি’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
আইপিএলের মাঝপথে হঠাৎ দেশে ফিরলেন মুস্তাফিজ
X
Fresh