Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০৪ আগস্ট ২০২১, ২০ শ্রাবণ ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২১, ২১:২৫
আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:৩২

মেসি-বার্সা চুক্তি ‘দুই-একদিনেই’ 

messi barclona, rtv online
ছবি- সংগৃহীত

ক্যারিয়ারের প্রথমবার ফ্রি এজেন্ট হিসেবে ১৪ দিন পার করলেন লিওনেল মেসি। গেল ৩০ জুন বার্সালোনার সঙ্গে চুক্তি শেষ হয়েছে। আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছেন। ছুটি কাটাতে ফিরছেন স্পেনে। এরমধ্যেই কাতালান দলটির সঙ্গে চুক্তি নবায়ন করার কথা রয়েছে।

বুধবার (১৪ জুলাই) ইউরোপের প্রভাবশালী সব গণমাধ্যম জানাচ্ছে, বৃহস্পতি অথবা শুক্রবার দুই পক্ষ চুক্তি করতে চলেছে।

ব্লাউগ্রানাদের ইতিহাসের সবচেয়ে সেরা খেলোয়াড়ের সঙ্গে কেমন হচ্ছে নতুন চুক্তি?

ডাইরিও স্পোর্ট বলছে, আগামী পাঁচ মৌসুমের জন্য বার্সার সঙ্গে চুক্তি করতে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা। ৫০ শতাংশ বেতন কমাতে রাজি হয়েছেন তিনি।

২০০০ সালে বার্সার অ্যাকাডেমি লা মাসিয়াতে নাম লেখান। চার বছরের মাথায় দলটির মূল দলে অভিষেক হয়। দীর্ঘযাত্রা দলের পক্ষে প্রায় সবরকম ট্রফি জিতেছেন।

২০১৯/২০ মৌসুমে ম্যানেজমেন্টের সঙ্গে মতভেদের কারণে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন। তবে ইচ্ছা না থাকলেও দলে থাকতে হয় তাকে। চলতি বছরের মার্চে বার্সার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান হুয়ান লাপোর্তো। দায়িত্ব নিয়েই জানিয়ে দেন যেকোনও মূল্যে মেসিকে দলে রাখাই তার মূল লক্ষ্য।

ওয়াই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS