• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মেসির ফ্লাইটের আগে বো'মাতঙ্ক এয়ারপোর্টে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২১, ১২:০২
লিওনেল মেসি

জীবনে প্রথমবার জাতীয় দলের হয়ে বড় কোনও ট্রফি জয় লিওনেল মেসির। কোপা আমেরিকার আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে স্বস্তিতে দেশে ফিরেও থাকা গেল না স্বস্তিতে।

কোপা জিতে পরিবারসহ ছুটি কাটাতে স্পেন যাবার কথা ছিল মেসির। সে উদ্দেশেই বাড়ি থেকে রওনা করার কথা ছিল রোজারিও বিমানবন্দরে। কিন্তু তার ফ্লাইটের কয়েক ঘণ্টা আগে এক ব্যক্তি দাবি করেন, বিমানবন্দরে রাখা একটি সুটকেসে বোমা রয়েছে। এরপর সঙ্গে সঙ্গে খালি করে দেয়া হয় বিমানবন্দর। একাধিক ফ্লাইটও বাতিল করে দেয়া হয়।

এরপর ঘণ্টা খানিকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রোজারিও বিমানবন্দরের পরিস্থিতি। তবে আসলেই বিমানবন্দরে বোমা ছিল কিনা সেটা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

এ নিয়ে রোজারিও বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘সকাল ১১টা ৫০ মিনিটে বোমাতঙ্কের কারণে জরুরি অবস্থা চালু করা হয় বিমানবন্দরে। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দর খালি করে দেয়া হয়।’

মেসির স্পেন যাবার আরও একটি কারণ রয়েছে। গত ৩১ জুন বার্সেলোনার সঙ্গে শেষ হয় চুক্তির মেয়াদ। এখন তিনি বার্সার হয়ে আবারও চুক্তিসই করবেন কিনা এ নিয়ে বোঝাপড়া করতেও ক্লাবে যাবেন তিনি।

এমআর/এ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
রিয়াল-বার্সেলোনার কষ্টার্জিত জয়
X
Fresh