• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

যেমন হলো ইউরোর সেরা একদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২১, ২৩:২৮
euro final, euro xi, rtv online
ছবি- সংগৃহীত

ইংলিশদের কাঁদিয়ে শিরোপায় চুমু দিয়েছে ইতালি। নিজেদের ইতিহাসে দ্বিতীয় ইউরো জিতল আজ্জুরিরা।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টের শেষ হতেই সেরা একাদশ ঘোষণা দিয়েছে ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)।

যেখানে চ্যাম্পিয়ন দলের পাঁচ জন ফুটবলার জায়গা করে নিয়েছেন। রানার্সআপ ইংল্যান্ডের ৩ জন রয়েছেন এই একাদশে। স্পেন ডেনমার্ক ও বেলজিয়ামের একজন করে রয়েছেন একাদশে।

গোল পোস্ট সামলাবেন ইতালির জিয়ানলুইজি দোন্নারুমা। রক্ষণভাগের পুরোটাই ইতালি-ইংল্যান্ডের দখলে। একাদশে জায়গা হয়নি পাঁচ গোল দিয়ে ইউরোর গোল্ডেন বুট জয়ী পর্তুগীজ অধিনায়ক ক্রিশ্চিয়ান রোনালদোর।

ইউরোর সেরা একাদশ

গোলরক্ষক

জিয়ানলুইজি দোন্নারুমা (ইতালি)।

রক্ষণভাগ

কাইল ওয়াকার (ইংল্যান্ড), লিওনার্দো বোনুচ্চি (ইতালি), হ্যারি ম্যাগুয়ার (ইংল্যান্ড) ও লিওনার্দো স্পিনাৎসোলা (ইতালি)।

মধ্যমাঠ

পিয়ের-এমিল হইবিয়া (ডেনমার্ক), পেদ্রি (স্পেন) ও জর্জিনিও (ইতালি)।

আক্রমণভাগ

ফেদেরিক কিয়েসা (ইতালি), রোমেলু লুকাকু (বেলজিয়াম) ও রহিম স্টার্লিং (ইংল্যান্ড)।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমেরিকার পর ইউরোপেও চাপের মুখে টিকটক
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
আজ থেকে ইতালির ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট শুরু
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২১ এপ্রিল)
X
Fresh