• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইউরো কাপ

ইউরো কাপে কার হাতে উঠল কোন পুরস্কার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২১, ১৬:৫৯
জিয়ানলুইগি ডোনারুমা

শেষ হয়েছে ইউরো ২০২০ এর আসর। ইউরো ২০২০ হলেও করোনা মহামারির কারণে এক বছর পিছিয়ে হয়েছে ২০২১ সালে। জমজমাট আসর শেষে ইউরো সেরা হয়েছে ইতালি।

রোববার রাতে ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ৫৩ বছর পর শিরোপা পুনরুদ্ধার করে ইতালি। টাইব্রেকারে দুটি স্পট-কিক রুখে দিয়ে ইউরো কাপের ইতিহাসে প্রথমবার সেরা গোল-রক্ষকের পুরস্কার জিতে নিয়েছেন জিয়ানলুইগি ডোনারুমা।

ইউরোর এবারের আসরে ডোরানুমা খেলেছেন মোট ৭১৯ মিনিট। ৯টি নিশ্চিত গোল রুখে দেয়ার বিপরীতে গোল হজম করেছেন মাত্র চারটি। ইতালিকে শিরোপা জেতানোয় বড় অবদান তার

ronaldo - Top Trending News

এদিকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বিদায় নেয় গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল। ফাইনাল না খেললেও দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছেন গোল্ডেন বুট। করেছেন ৫টি গোল, রয়েছে একটি অ্যাসিস্ট।

সেমিফাইনালে ইতালির কাছে হেরে বিদায় নিলেও আসরের তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেনের তরুণ খেলোয়াড় পেদ্রি গঞ্জালেস। দুর্দান্ত পাসিং দেখিয়ে গোটা আসরে মাঝমাঠে নজর কেড়েছেন পেদ্রি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর মাইলফলকের রাতে আল-নাসরের জয়
X
Fresh