• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইউরো কাপ

ইউরো ফাইনাল দেখাবে যেসব চ্যানেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ জুলাই ২০২১, ২২:২৫

প্রথমবারের মতো ইউরো কাপের ফাইনালে খেলবে ইংল্যান্ড আর তাদের প্রতিপক্ষ ইতালি। যারা শিরোপা জিতেছিল পাঁচ দশক আগে। শেষ পর্যন্ত কাদের মুখে ফুটবে শেষ হাসি সেটার জন্য অপেক্ষা রোববার রাত ১টা পর্যন্ত।

১৯৬৬-র বিশ্বকাপ জয়ের পর আর কোনও বড় ট্রফি জিততে পারেনি ইংলিশরা। অন্যদিকে ইতালি ইউরো কাপ জয় পায় ১৯৬৮ সালে। সেটিই ছিল প্রথমবার এবং এযাবতকালে একবারই। ইউরো একবার জিতলেও বেশ কয়েকবার বড় ট্রফি জেতার অভিজ্ঞতা রয়েছে ইতালির।

১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বকাপ জয় ছাড়াও ২০০২ ও ২০১২ সালে খেলেছিল ইউরোর ফাইনালে। বিশ্বকাপের রানার্স-আপ হয় ১৯৭০ ও ১৯৯৪ সালে।

দুই দলের এমন হাড্ডাহাড্ডি ফাইনালের লড়াই অনুষ্ঠিত হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম ১১ জুলাই রাত ১টায়।

ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, সনি টেন-২, সনি টেন-৩ ও সনি টেন-৪। এছাড়াও 'টফি' এপস দেখাবে সরাসরি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh