• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রেকর্ডবুকে নাম তুলে তাসকিনের বিদায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২১, ১৭:৪০
zimbabwe vs bangladesh live, taskin ahmed
ছবি- সংগৃহীত

১৯৬৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের আসিফ ইকবাল ও ইন্তেখাব আলমের করা ১৯০ রানের জুটি টপকে গেছেন দুই বাংলাদেশি ব্যাটসম্যান। যদিও আক্ষেপ কিছুটা থেকেই গেছে মাত্র চার রানের জন্য করা হলো না বিশ্ব রেকর্ড।

বৃহস্পতিবার (৮ জুলাই) তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ১৯১ রান তুলেছেন। নবম উইকেটে যা দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে মার্ক বাউচার ও প্যাট সিমকক্স ১৯৪ রান তুলেছেন। যা টেস্ট ম্যাচে নবম উইকেটে সর্বোচ্চ জুটি।

১২৪তম ওভারের বল করছিলেন মিল্টন শুম্বা। দ্বিতীয় বলে বোল্ড হন তাসকিন। তার আগে ১৩৪ বলে বাম-হাতি তাসকিনের ব্যাট থেকে এসেছে ৭৫ রান। ১১টি চারে ইনিংসটি সাজান তিনি।

ক্যারিয়ারে প্রথম অর্ধশতক তুলে ফিরে যাবার সময় দলীয় স্কোর ছিল ৯ উইকেটে ৪৬১ রান।

টেস্টে নবম উইকেটে বিশ্বসেরা পাঁচ জুটি

১) মার্ক বাউচার-প্যাট সিমকক্স- ১৯৫ রান (দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, জোহেন্সবার্গ, ১৯৯৮)

২) মাহমুদুল্লাহ রিয়াদ- তাসকিন আহমেদ - ১৯০ রান (বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে, হারারে, ২০২১)

৩) আসিফ ইকবাল-ইন্তিখাব আলম- ১৯০ রান (পাকিস্তান বনাম ইংল্যান্ড, দ্য ওভাল, ১৯৬৭)

৪) মাহমুদউল্লাহ রিয়াদ-আবুল হাসান রাজু- ১৮৪ রান (বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, খুলনা, ২০১২)

৫) জেপি ডুমিনি-ডেল স্টেইন- ১৮০ রান (দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, মেলবোর্ন, ২০০৮)

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।

জিম্বাবুয়ে একাদশ

রেগিস চাকাভা, রয় কাইয়া, ব্রেন্ডন টেলর, তাকুজওয়ানাশে কাইতানো, টিমিসেন মারুমা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ের্স, রিচার্ড গারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
ফিরলেন সাকিব, না খেলেই বাদ হৃদয়
X
Fresh