• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কোপা আমেরিকা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোপা’র ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২১, ০৯:০৮
ছবি- টুইটার

২০১৬ সালের পর আবারও কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা। আসরের দ্বিতীয় সেমি-ফাইনালে কলম্বিয়াকে টাই-ব্রেকারে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। টাই-ব্রেকারে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ রুখে দেন তিনটি শট।

মানি গারিঞ্চা স্টেডিয়ামে শুরু থেকেই আর্জেন্টাইনদের আক্রমণাত্মক খেলা। ম্যাচের চার মিনিটের মাথায় গোলের সম্ভাবনা জাগান লিওনেল মেসি। কলম্বিয়ার পেনাল্টি এরিয়ায় তিনজনকে কাটিয়ে বল দেন লুতারো মার্টিনেজকে। তবে হেডে লক্ষ্যভ্রষ্ট হয় বল।

এরপর গোল পেতে আর্জেন্টিনার সময় লেগেছে তিন মিনিট। ৭ মিনিটের মাথায় সেই মেসি-মার্টিনেজ। ডি বক্সে মেসির থেকে পাওয়া পাস জোরালো শটে জাল খুঁজে নেন মার্টিনেজ।

Argentina team news: Copa America 2021 semi final

প্রথমার্ধের বিরতির বাঁশি বাজার আগে আবারও সুযোগ আসে আর্জেন্টাইনদের। ৪৪ মিনিটের মাথায় মেসির করা কর্নার থেকে আসা বলে হেড করেন গঞ্জালেস। কিন্তু কলম্বিয়ার গোল-রক্ষক দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন বল।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দু’দল। একের পর এক আক্রমণে ব্যস্ত থাকতে হয় দু’দলের রক্ষণভাগকে। তবে সমতায় ফেরাতে কলম্বিয়া সময় নেন ১১ মিনিট।

৬১ মিনিটের মাথায় গোল পোস্টের খুব কাছে থেকে কোনাকুনি শটে অবিশ্বাস্য এক গোল করে সমতায় ফেরান ম্যাচ।

এর থেকেও অবিশ্বাস্য ব্যপার ঘটান ডি মারিয়া। ৭৪ মিনিটের মাথায় ফাঁকা গোল পোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। গোল-রক্ষককে কাটিয়ে যখন ফিনিশিং দিবেন ঠিক তখনই খেই হারান মারিয়া।

৮২ মিনিটে আবারও সুযোগ আসে ডি মারিয়ার। কিন্তু ডি-বক্সে জটলা পেকে যাওয়ায় এগিয়ে যাওয়া হয়নি আলভিসেলেস্তেদের।

May be an image of playing a sport and grass

নির্দিষ্ট সময়ের পর অতিরিক্ত চার মিনিটেও গোল করতে পারেনি কোনও দল। কোপার নিয়ম অনুযায়ী টাই-ব্রেকারে খেলা গড়ালে আর্জেন্টাইন গোলরক্ষকের দৃঢ়তায় স্বপ্ন ভাঙে কলম্বিয়ার। ৪-২ ব্যবধানে জিতে ফাইনালে নিশ্চিত করে আলভিসেলেস্তেরা। আগামী ১১ জুলাই ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিলের।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে!
মেসিকে নিয়ে সুখবর দিলো মায়ামি
শীর্ষে আর্জেন্টিনা, দুঃসংবাদ পেলো বাংলাদেশ
মেসিকে নিয়ে সুখবর জানালেন মায়ামি কোচ
X
Fresh