• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জেনে নিন কোপা আমেরিকার সেমিফাইনালের সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২১, ১৪:৪০
semi final copa america 2021, Brazil vs Peru Argentina vs Colombia, rtv news, rtvonline
টানা চতুর্থবার কোপা আমেরিকার সেমিফাইনালে লিও মেসি উঠল আর্জেন্টিনা

লিওনেল মেসির নৈপুণ্যে ইকুয়েডরকে ৩-০ গোলে ভাসিয়ে টানা চতুর্থবারের মতো কোপা আমেরিকার সেমিফাইনালে উঠলো আর্জেন্টিনা। প্রথম দুই গোলেই অবদান রাখেন আর্জেন্টাইন অধিনায়ক। নিজেও করেছেন একটি গোল। অপর দুই গোল করেন, রদ্রিগো ডি পল ও লাউতারো মার্টিনেজ। শেষ চারে আলবিসেলেস্তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

শুরু থেকেই বল নিয়ন্ত্রণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। মুহুর্মুহু আক্রমণে কাঁপন ধরায় প্রতিপক্ষ সীমান্তে। তাদের প্রথম সুযোগটি আসে খেলার ২২ মিনিটে। প্রতিপক্ষ গোল রক্ষককে একা পেয়েও, নিশানাভেদে ব্যর্থ হন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

দু’একবার আর্জেন্টিনা সীমানায় ঝটিকা আক্রমণ চালালো ইকুয়েডর। ৩৮ মিনিটে সুযোগ পেয়েও, লক্ষে রাখতে পারেনি তারা। এর দুই মিনিট পরেই মেসির পাস থেকে গোল করে আর্জেন্টাইনদের এগিয়ে দেন উদিনেসের মিডফিল্ডার ডি পল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখলো আলবিসেলেস্তেরা। ৮৪ মিনিটে দলীয় প্রচেষ্টায় আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির পাস থেকে পোস্টে বল জড়ান ইন্টার মিলানের ফরোয়ার্ড মার্টিনেজ।

শেষ দিকে আর্জেন্টাইন আক্রমণ সামলাতে দিশেহারা ইকুয়েডর রক্ষণ। দ্রুত গতির ডি মারিয়াকে বক্সের সামান্য বাইরে ফাউল করে লালকার্ড পেয়ে মাঠ ছাড়েন পিয়েরো হিনক্যাপি।

ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে আর্জেন্টাইনদের আনন্দে মাতান লিওনেল মেসি। আসরে চার গোল ও করে সর্বোচ্চ গোলদাতা এখন এলএমটেন।

এদিকে অপর কোয়ার্টারে উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। নির্ধারিত সময় পর্যন্ত গোল শূন্য ড্র হয় ম্যাচটি। পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে জয় তুলে মাঠ ছাড়ে ডেভিড ওসপিনা-ইয়ারি মিনারা।

ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিযোগিতার ১৪ বারের চ্যাম্পিয়নরা মাঠে নামবে কলম্বিয়ার বিপক্ষে। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে গেল আসরের রানার্স-আপ পেরুর।

বাংলাদেশ সময় অনুযায়ী কোপা আমেরিকার সেমিফাইনাল ও ফাইনালের সূচি

প্রথম সেমিফাইনাল

ব্রাজিল বনাম পেরু

মঙ্গলবার ৬ জুলাই, ভোর ৫টা

দ্বিতীয় সেমিফাইনাল

আর্জেন্টিনা বনাম কলম্বিয়া

৭ জুলাই বুধবার, সকাল ৭টা

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

প্রথম সেমিফাইনাল পরাজিত দল বনাম দ্বিতীয় সেমিফাইনাল পরাজিত দল

১০ জুলাই শনিবার ভোর ৬টা

ফাইনাল

প্রথম সেমিফাইনাল জয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনাল দল

১১ জুলাই রোববার ভোর ৬টা

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
ম্যানসিটিকে কাঁদিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
X
Fresh