• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

উইম্বলডন থেকে সেরেনার অশ্রুসিক্ত বিদায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২১, ১২:১৭
উইম্বলডন থেকে সেরেনার অশ্রুসিক্ত বিদায়
অশ্রুসিক্ত সেরেনা উইলিয়ামস

মার্গারেট কোর্টের বিশ্বরেকর্ড স্পর্শ করা হলো না এবারও। সাত বারের উইম্বলডন চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস বিদায় নিলেন আসর থেকে থেকে। খেলতে নেমে বাদ পড়েছেন প্রথম রাউন্ডেই। সেটিও আবার চোটে পড়ে। ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী আর একটি খেতাব জিতলেই ছুঁতে পারতেন মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিশ্বরেকর্ড।

মঙ্গলবার উইম্বলডনের প্রথম রাউন্ডে বেলারুশের আলিয়াকজান্দ্রা সাসনোভিচের মুখোমুখি হন সেরেনা। প্রথম সেটে সাসনোভিচের সার্ভিস ব্রেক করে ৩-১ এ এগিয়ে যান ৩৯ বছর বয়সী সেরেনা।

Serena Williams in tears after Wimbledon exit | Sports News,The Indian  Express

এরপরই হঠাত করে লুটিয়ে পড়েন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা। বাঁ পায়ের গোড়ালি মচকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছাড়েন কোর্ট। এরপর তাকে নেয়া হয় চিকিৎসকের কাছে।

ফিরে এসে আরও দুটি সেট খেলেন। এখানে ৩-৩ অবস্থায় আবারও পড়ে গেলে আম্পায়ারের সহযোগিতায় কাঁদতে কাঁদতে ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্ট ছাড়তে হয় তাকে।

এদিন শুধু সেরেনাকে নয়, চোটে পড়ে কোর্ট ছাড়তে হয়েছে আদ্রিয়ান মানারিনোরও। এরপরেই কথা উঠতে শুরু করেছে এবারের উইম্বলডনের কোর্ট নিয়ে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh