• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এএফসি নারী এশিয়ান কাপ

বাছাইয়ে ২ কঠিন প্রতিপক্ষকে আতিথেয়তা দিবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  ২৪ জুন ২০২১, ১৭:২৭
afc women's asian cup 2022 india, bangladesh sabina khatun, bff rtv online
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন

এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বের ড্রতে ‘জি’ গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের। লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জর্ডান ও ইরান।

বৃহস্পতিবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ নারী দলের অবস্থান ১৩৭তম। ৫৯ ও ৭০তম স্থানে রয়েছে যথাক্রমে জরডান ও ইরান।

শক্তিশালী প্রতিপক্ষ হলেও বাংলাদেশের মেয়েদের জন্য আশার বাণী হচ্ছে, বাছাই পর্বের ম্যাচগুলো ঘরের মাঠেই খেলতে পারবে সাবিনা খাতুন নেতৃত্বাধীন দলটি।

১৩ থেকে ২৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে ‘জি’ গ্রুপের ম্যাচগুলো। সিলেট জেলা স্টেডিয়ামে বাছাই আয়োজন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে কার্যনির্বাহী সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এশিয়ান কাপ বাছাই পর্বে জি গ্রুপের খেলা বাংলাদেশে আয়োজন করার জন্য আবেদন করেছিলাম। এএফসি আমাদের ভেন্যু দিয়েছে। আশা করি, ঘরের মাঠে মেয়েরা ভালো খেলবে।’

এশিয়ার ২৮টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে বাছাই পর্বে অংশ নিবে।

১২টি দেশ নিয়ে আগামী ২০২২ সালের ২০ জানুয়ারি থেকে ভারতে শুরু হবে মূল টুর্নামেন্টে। ০৬ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী এশিয়ান কাপের।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh