• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ডিপিএল টি-টোয়েন্টি

এবাদত-জিয়ার তাণ্ডবে মোহামেডান গুটিয়ে গেল অল্পতে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২১, ১০:৪৯

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। এর আগে গত দুই ম্যাচে দুটিতেই হারে মোহামেডান। একটিতে জয় ও এঁকোটি হেরে যায় শেখ জামাল ক্লাব। বলা যায় শিরোপা জয়ের দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে দুই দলই।

এই দুই দলের লড়াইয়ে সকালে টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই এবাদত হোসেনের শিকার হয়ে সাজঘররে ফেরেন আবদুল মাজিদ (১)।

এরপর ইরফান শুক্কুর ও পারভেজ হোসেন মিলে ২৯ রান যোগ করেন স্কোর বোর্ডে। ইরফান ১৭ রান করে জিয়াউর রহমানের বলে ক্যাচ দেন আশরাফুলের হাতে।

ইমনের দায়িত্বশীল ব্যাটিং অনেকটা আশা দেখালেও দলীয় ৯২ রানের মাথায় মিনহাজুল আবেদীনের বলে ক্যাচ দেন ৪৬ রান করে। এছাড়া শামসুর রহমান খেলেন দলের সর্বোচ্চ ৪৯ (১৮) রানের ইনিংস।

এরপর জিয়া আর এবাদতের তাণ্ডবে বাকি ব্যাটসম্যানরা পার হতে পারেননি দশ রানের কোঠাও। এতে ৯ উইকেটে হারিয়ে ১৩৩ রানেই থেমে যায় মোহামেডানের ইনিংস।

শেখ জামালের হয়ে ৩টি করে উইকেট নেন এবাদত হোসেন, জিয়াউর রহমান এবং ১ উইকেট নেন মিনহাজুল আবেদীন।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক ম্যাচেই ৭ উইকেট শিকার, যা বললেন রনি
X
Fresh