• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন ইউনিস খান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ জুন ২০২১, ১৩:৫৪
ইউনিস খান

গত বছর নভেম্বরে দুই বছরের চুক্তিতে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়ে সাবেক অধিনায়ক ইউনিস খানকে।

তবে চুক্তির মেয়াদ শেষ হবার আগেই ৭ মাসের মাথায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। হঠাৎ করে এমন সিদ্ধান্ত এলেও তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ইউনিস খানের হঠাৎ সরে যাওয়া নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, “ইউনিস খানের মতো অভিজ্ঞ একজন কোচকে হারানোটা আমাদের জন্য দুঃখজনক। তবে আমরা তার সঙ্গে আলোচনা করেছি। তার সিদ্ধান্তকে সম্মান জানাই। স্বল্প সময়ে দলের জন্য যে অবদান রেখেছেন তিনি, তার জন্য পিসিবি কৃতজ্ঞ।”

এতে করে পাকিস্তান দলকে ব্যাটিং কোচ ছাড়াই করতে হবে যুক্তরাজ্য ও ওয়েস্ট ইন্ডিজ সফর। আগামী ২৫ জুন থেকে ২০ জুলাই ইংল্যান্ডের সঙ্গে তিনটি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এরপর ২১ জুলাই থেকে ২৪ আগস্টের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৫টি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে পাকিস্তান।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh