• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

জেমিশনের দাপট, দুইশ পার করতেই শেষ ভারতের প্রথম ইনিংস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ জুন ২০২১, ১৯:২৭

সাউদাম্পটনের রোজ বোলে বৃষ্টি বিঘ্নিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিন যায় বৃষ্টির পেটে। যদিও রয়েছে রিজার্ভ-ডে। পরের দিন টসে হেরে ব্যাট করতে নামে ভারত। যদিও শেষ সেশনে ঝামেলা পাকায় আলো স্বল্পতা। অবশ্য টস জেতার সুবিধাটা ঠিকই আদায় করে নিয়েছে কিউই বোলাররা।

ইনিংসের শুরু থেকেই কিউই পেসারদের সামলাতে নাকাল হয়েছে ভারতীয় টপ-অর্ডার। রোহিত শর্মাকে ৩৪ রানে ফিরিয়ে শুরু করা কাইল জেমিনশন শেষ পর্যন্ত ৫ উইকেট নিয়েছেন।

আরেক ওপেনার শুভাম গিলও ২৮ রানে সাজঘরে ফেরেন নেইল ওয়াগনারের বলে। চেতেশ্বর পুজারা৮ রানে ফেরেন ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লু হয়ে।

এরপর বিরাট কোহলি-আজিঙ্কা রাহানে মিলে ৬১ রানের জুটি গড়ে কিছুটা ঘুরে দাঁড়ালেও বিরাটকে ৪৪ রানে এলবির ফাঁদে ফেলেন জেমিনসন। এরপর ঋষব পান্টকেও ৪ রানে আঁটকে দেন জেমিনসন।

আজিঙ্কা রাহানের দলকে চাপ মুক্ত করার চেষ্টা ব্যর্থ করে দেন ওয়াগনার। ৪৯ রানের মাথায় ক্যাচ দেন ল্যাথামের হাতে। এরপর বাকি ব্যাটসম্যানদের মাঝে রবিচন্দ্রন অশ্বিনই সর্বোচ্চ ২২ রান করেন। তাতে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে সব উইকেট হারিয়ে ২১৭ রান।

নিউজিল্যান্ডের পক্ষে ৫ উইকেট নিয়েছেন জেমিনসন। ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার ও ১ উইকেট নেন টিম সৌদি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh