• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শেখ জামালের সামনে প্রাইম ব্যাংকের বড় সংগ্রহ

আরটিভি নিউজ

  ২০ জুন ২০২১, ১৬:০৩
prime-bank-cricket-club-vs-sheikh-jamal-dhanmondi-club-super-league, rtv online
ছবি- সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) টি-টোয়েন্টির সুপার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহ করেছে প্রাইম ব্যাংক।

রোববার (২০ জুন) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শেখ জামাল।

রনি তালুকদার ৮ বলে ১১ রান তুলেন। ২৩ বল খেলে ২১ রান করেন রুবেল মিয়া। ২৮ বল খেলে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে ২৭ রান আসে।

১৪তম ওভারে দলীয় ৯১ রানে ফিরে যান এনামুল। মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন রকিবুল ইসলাম।

শেষ পর্যন্ত ৪২ বলে ৬৭ রান করে অপরাজিত ছিলেন মিঠুন। সাতটি চার দুটি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। তার সঙ্গে ক্রিজে ছিলেন ১৯ বলে ৩৪ রান করা রকিবুল। ইনিংসে চারটি চার ও একটি ছক্কা আসে তার ব্যাট থেকে।

ইলিয়াস সানি দুটি ও একটি উইকেট তুলেন জিয়াউর রহমান।

এর আগে রিজার্ভ ডেতে বৃষ্টির বাগড়া। পরিত্যক্ত ঘোষণা করা হয় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার ম্যাচটি।

মিরপুর স্টেডিয়ামে, সকালে নির্ধারিতই শুরু হয় সুপার লিগের প্রথম ম্যাচটি।

১২ ওভার পর্যন্ত খেলা অনুষ্ঠিত হওয়ার পর হানা দেয় বৃষ্টি। অনেকক্ষণ অপেক্ষা করেও আর শুরু করা যায়নি ম্যাচের বাকি অংশ। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভাগাভাগি হয় পয়েন্ট।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ জামালকে গুঁড়িয়ে আবাহনীর বিশাল জয়
সোহানের ফিফটিতে দুর্দান্ত জয় শেখ জামালের
মাশরাফীর রূপগঞ্জের ম্যাচে মাঠে আগুন
সাকিবের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ সোহেল 
X
Fresh