• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দ্বিতীয় দিনের মতো সুপার লিগের বাধা বৃষ্টি

আরটিভি নিউজ

  ২০ জুন ২০২১, ১২:০১
dpl. super legue, rtv online
ছবি- সংগৃহীত

টানা বৃষ্টিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে শনিবারের তিনটি ম্যাচই ভেসে যায়। পয়েন্ট ভাগাভাগি হচ্ছে না জানিয়ে নতুন সূচিও ঘোষণা করা হয়। সে হিসেবে রোববার দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। এদিনও বৃষ্টির কাছে পরাস্ত হতে হলো।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জেতার পর গাজী গ্রুপকে ব্যাট করতে পাঠায় দোলেশ্বর।

১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৩ রান তুলে গাজী গ্রুপ।

মেহেদী হাসান ফিরে যান ইনিংসের প্রথম বলেই। ১৬ বলে ২৬ রান তুলেন সৌম্য সরকার। ৭ বল খেলে ৫ রান আসে আকবর আলীর ব্যাট থেকে। ১৯ বলে ১৪ রান তুলেন ইয়াসির আলী।

বৃষ্টি শুরুর আগ পর্যন্ত ২৬ বলে ২৫ রান করেন মুমিনুল হক। ৩ বল খেলে ২ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ।

প্রাইম দোলেশ্বরের হয়ে শরিফুল্লাহ দুটি উইকেট নেন। একটি করে উইকেট আদায় করেন শফিকুল ইসলাম ও এনামুল হক।

আবহাওয়া অধিদপ্তরের মতে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রীয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর দুইটায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হওয়ার কথা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। অন্যদিকে সন্ধ্যা সাড়ে ছয়টায় আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ম্যাচগুলো মাঠে গড়ানোর আগে অপেক্ষা করতে হবে বৃষ্টি থামার।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিষহ জনজীবন
টানা তিন দিন শিলাবৃষ্টির আশঙ্কা, তাপপ্রবাহেও দুঃসংবাদ
২৪ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে
সুপার লিগ নিশ্চিত শাইনপুকুর ও প্রাইম ব্যাংকের
X
Fresh