• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রোনালদোর জার্সি না পেয়ে জয় তুলে ‘প্র'তিশোধ’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ জুন ২০২১, ০৯:০৯
পর্তুগাল, রোনালদো, জার্মানি, আরটিভি নিউজ
ছবি- সংগৃহীত

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পর্তুগালকে ৪-২ গোলে হারিয়েছে জার্মানি। ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে পর্তুগীজরা লিড নিলেও ৪ গোল করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জার্মানি। শেষ দিকে এক গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবার মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় জার্মানদের পক্ষে শেষ গোলটি আসে রবিন গোসেন্সের হেডে। দুটি অ্যাসিস্ট করে ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার হয়েছেন ম্যাচ সেরা।

দুর্দান্ত জয়ের পর স্কাই স্পোর্টস ইতালিয়াকে আতালান্টার এই উদীয়মান তারকা বলেন, ‘আমি জানি না কীভাবে শুরু করবো। এই রাতটা কখনওই ভুলতে পারবো না। আমরা একটি শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়েছি। টুর্নামেন্টে নিজের প্রথম গোল পেয়েছি। গোল করতে সহায়তাও করেছি। আমি গর্বিত।’

‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ১-০তে হারতে হয় জার্মানিকে। তিনবারের চ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবার অবস্থা হয়েছিল।

‘আমরা জানতাম এই ম্যাচে জয় ছাড়া উপায় নেই। হারলে পরের রাউন্ডে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ত। আমরা আক্রমণ ও রক্ষণভাগে সেরাটা দেয়ার চেষ্টা করেছি। ম্যাচ জেতার পর সবাই খুশি।’

কয়েক মাস আগে রোনালদোর মুখোমুখি হয়েছিলেন গোসেন্স। জুভেন্টাসের বিপক্ষে আতালান্টার হয়ে ম্যাচ শেষে সিআর সেভেন থেকে জার্সি চেয়েছিলেন। পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী তার দিকে ফিরেও চায়নি। ইতালিয়ান দলটির সতীর্থরা বিষয়টি নিয়ে বেশ ঠাট্টা করেন। এমনকি গোসেন্সের জন্য রোনালদো একটি জার্সিও কিনে দেন তারা

ঘটনাটি মনে করিয়ে দিয়ে এদিন জার্সি চেয়েছিলেন কি না, জানতে চাইলে জার্মান লেফট মিডফিল্ডার বলেন, ‘না। এবার আমি চাইনি। আমি শুধু জয়ের মুহূর্তটা উপভোগ করেছি।’

২০২০ সালে জার্মানদের হয়ে অভিষেক হয় গোসেন্সের। জাতীয় দলের জার্সিতে সপ্তম ম্যাচেই অসাধারণ পারফরমেন্স করলেন। এরই মধ্যে ইতালিয়ান লিগে ইন্টার মিলান ও জুভেন্টাস তাকে নিজেদের করতে আগ্রহী হয়েছে। এই ম্যাচ শেষে অবশ্য জানিয়েছেন আতালান্টার হয়ে মাঠে নামতে তর সইছে না তার।

‘আতালান্টার সমর্থকদের প্রতি বলতে চাই, তাদের অনেক ভালোবাসি। আশা করি শিগগিরই দেখা হবে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৬ এপ্রিল)
পর্তুগালে বাংলা বর্ষবরণ উদযাপন পরিষদের প্রথম সফল আয়োজন
বৈধ পথে ইউরোপ প্রবেশে সুখবর 
X
Fresh