• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘রোনালদো একা কিছু করতে পারবে না’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ জুন ২০২১, ১৩:০৩
cristiano ronaldo germany vs portugal, rtv online
ক্রিশ্চিয়ানো রোনালদো

‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছে জার্মানরা। অন্যদিকে হাঙ্গেরির বিপক্ষে ৩-০তে জয় পেয়েছে পর্তুগাল। জোড়া গোল করেন সিআর সেভেন। ইউরোর ইতিহাসে রেকর্ড ১১ গোল করে সর্বোচ্চ গোল দাতা এখন রোনালদো।

ইউরোর গ্রুপ পর্বের ম্যাচে জার্মানির বিপক্ষে নামছে পর্তুগাল। হাইভোল্টেজ এই ম্যাচের আগে পর্তুগীজ কোচ ফেরনান্দো সান্তোস জানালেন, তার দল শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোর উপর নির্ভরশীল নয়।

‘দলের প্রতিটি খেলোয়াড়কে চাঙ্গা করতে হয়। শুধু রোনালদোকে নয়। তিনি আমাদের বাড়তি শক্তি। তার মতো একজনকে পেয়ে আমরা গর্ববোধ করি। তবে রোনালদো একা কিছু করতে পারবে না।’ সংবাদ সম্মেলনে বলেন সান্তোস।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারিনায় বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি টেন-টু।

তিনবারের ইউরো চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না পর্তুগাল উল্লেখ করে কোচ বলেন, ‘আমরা সবাইকে অনুপ্রাণিত করতে চাই। মূল একাদশের সবাইকে। অনুপ্রেরণার পাশাপাশি ম্যাচ জেতাটাও গুরুত্বপূর্ণ। যেটা মন থেকে আসে। এর জন্যই তৈরি হয় ম্যাচ জয়ের বাসনা।’

রোনালদোর মতো পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী থাকলেও জয়ের জন্য দলীয় পারফরমেন্স গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন সান্তোস।

‘আপনি ম্যাচ জিততে চান। তার আগে জানতে হবে কীভাবে জিততে হয়। একে অপরের সহায়তা ছাড়া জয় অসম্ভব।’

২০১৪ সাল থেকে পর্তুগাল দলের সঙ্গে আছেন সান্তোস। তার অধীনে ২০১৬ ইউরো ও ২০১৮/১৯ মৌসুমে নেশন্স লিগের শিরোপা তুলেছে পর্তুগীজরা।

‘জার্মানি সেরা দল, পর্তুগালও। মাঠে নেমে আমরা সেরাটাই দিতে চাই। কয়েক বছর ধরে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা জিততে পারি। এবারও তাই করব।’

এদিকে জার্মান তারকা মাথিয়াস গিন্টার জানিয়েছেন, সমর্থকদের জন্য তার দল জয় পেতে চায়।

বরুশিয়া মনশেনগ্লাডবাখের এই ডিফেন্ডার বলেন, ‘আমরা যখনই কোনও কিছুতে জয় পাই পুরো জাতী উচ্ছ্বাসে মেতে ওঠে। নিজের দেশের জন্য আমরা সেরাটা বিলিয়ে দিতে চাই।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমেরিকার পর ইউরোপেও চাপের মুখে টিকটক
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২১ এপ্রিল)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
X
Fresh