• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কোপায় চার দলে করোনার হানা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ জুন ২০২১, ১৬:৩০

ব্রাজিলে করোনার ঊর্ধ্বগতির মাঝেও কোপা আমেরিকার আসর বসানোয় বেশ সমালোচনা উঠে বিশ্বজুড়ে। প্রথমে আর্জেন্টিনা-কলম্বিরা যৌথ আয়োজন হবার কথা থাকলেও করোনার কারনে বাতিল হয় কলম্বিয়া। একই কারণে পরে আর্জেন্টিনাকেও বাদ দেয়া হয়।

এরপর ব্রাজিলে আসর অনুষ্ঠিতর ঘোষণায় দেশটির সাবেক-বর্তমান খেলোয়াড়রাও বিরোধিতা করেছিল কোপা আয়োজনে।

সেসব বাধা ঠেলে ঠিকই শুরু হয়েছে আসর। কোপায় দুটি অতিথি দল অস্ট্রেলিয়া ও কাতারের খেলার কথা থাকলেও কোভিড পরিস্থিতির কারনে ১০ দলে নেমে আসে আসর।

এই দশ দলের মধ্যেই এখন চার দলে হানা দিয়েছে কোভিড। প্রথমে ভেনেজুয়েলা এরপর কলম্বিয়া, বলিভিয়ার পর এবার চিলি দলেও করোনা জানা দিয়েছে।

ব্রাজিলীয় গণমাধ্যম জানাচ্ছে, চিলি দলের একজন করোনা আক্রান্ত হয়েছে। তবে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি তিনি খেলোয়াড় নাকি স্টাফ। এ নিয়ে কোপা আমেরিকায় এখন পর্যন্ত ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

২০১৬ সালের চ্যাম্পিয়ন চিলি নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনার বিপক্ষে। ওই ম্যাচে ১-১ গোলে ড্র করে আসর শুরু করেছে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সহজেই বানিয়ে নিন চিকেন-৬৫
নেইমারের কোপা আমেরিকায় খেলা নিয়ে যা জানালেন কোচ দরিভাল
হেলিকপ্টার বিধ্বস্তে চিলির সাবেক প্রেসিডেন্ট নিহত
চিলিতে দাবানলে নিহত বেড়ে ৯৯, জরুরি অবস্থা জারি
X
Fresh