• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টেস্ট চ্যাম্পিয়নশিপ: বৃষ্টিতে ভেসে যেতে পারে ফাইনাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ জুন ২০২১, ১৫:৪৯

এই দিনটার অপেক্ষায় ছিল ক্রিকেট সমর্থকেরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গৌরবময় ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আজ। কিন্তু বৃষ্টিতে খেলা তো দূরে থাক, টসই হয়নি।

নির্দিষ্ট সময়ের থেকে ৩০ মিনিট এগিয়ে আনা হয়েছে খেলা। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টা থেকে শুরু হবার কথা থাকলে তাতে প্রথম সেশন ভেস্তে গেছে বৃষ্টিতে।

সাউদাম্পটনে গতকাল থেকেই ছিল বৃষ্টি। এই রোদ, এই বৃষ্টির খেলায় শেষ পর্যন্ত ট্রফি ভাগাভাগি হয় কী না রোজ বোলে সেটাই এখন দেখার বিষয়।

ইংল্যান্ডে এই সময়টায় বৃষ্টির আশঙ্কা থাকে অনেক। তাই ফাইনালের জন্য এক দিন বাড়তি রেখেছে। এতে নির্দিষ্ট ৫ দিনের খেলায় বৃষ্টির জন্য সময় নষ্ট হলে ষষ্ঠ দিনেও অনুষ্ঠিত হবে খেলা।

স্থানীয় আবহাওয়ার খবরে বলা হচ্ছে দ্বিতীয় দিনেও (১৯ জুন) হবে থেমে থেমে বৃষ্টি। তবে তৃতীয় দিনে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে চতুর্থ দিনে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানালেও পঞ্চম ও ষষ্ঠ দিনের পূর্বাভাসে বলা হচ্ছে বৃষ্টি হবে থেমে থেমে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh