• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বার্সেলোনার হয়ে খেলা অসম্ভব: রামোস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ জুন ২০২১, ২০:১০
sergio ramos, psg, real madrid, neymar, rtv online, el clasico barcelona vs real madrid
সার্জিও রামোস

দীর্ঘ ১৬ বছরের সম্পর্কের ইতি টানলেন সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদকে বিদায় বলেছেন এই তারকা ডিফেন্ডার। নতুন গন্তব্য নিয়ে এখনও মুখ খুলেননি। তবে বার্সেলোনায় যে খেলছেন না বিষয়টি নিজের মুখ দিয়েই জানিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুন) লা লিগার ঐতিহ্যবাহী দলটির প্রাঙ্গণে তার জন্য বিদায়ী অনুষ্ঠান আয়োজন করেছিল।

আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রিয়ালের সদ্য সাবেক অধিনায়ক।

‘আমি এখনও কোনও দলের বিষয়ে ভাবিনি। জানুয়ারি থেকে যখন দলবদলের বাজারে এসেছি বেশ কয়েকটি ক্লাব থেকে অফার দেয়া হয়েছে। তখনও ভাবিনি রিয়াল মাদ্রিদ ছাড়তে হচ্ছে।’

ধারণা করা হচ্ছে স্প্যানিশ কোনও ক্লাবের জার্সিতে দেখা যেতে পারে রামোসকে। সেক্ষেত্রে এগিয়ে থাকবে সেভিয়ার নাম। ওই দলটিতেই ফুটবলে হাতে খড়ি তার। যুব দলের পর সিনিয়র পর্যায়েও খেলেছেন তিনি। ২০০৪ সালে পেশাদার ফুটবলে সেভিয়ার হয়েই অভিষেক হয় তার। এক মৌসুমে ৪৫ ম্যাচ খেলে তিনটি গোল দেন। যদিও বিষয়টি নাকচ করে দিয়েছেন তিনি।

‘সেভিয়া সব সময় আমার জন্য বিশেষ জায়গা। এই দলটির হয়ে অনেক ভালো সময় কাটিয়েছি। তবে বর্তমানে নতুন গন্তব্য হিসেবে তাদের দেখছি না। তারাও আমাকে অফার করেনি।’

রিয়াল মাদ্রিদের জার্সিতে ৬৭১ ম্যাচে ১০১টি গোল তুলেছেন এই সেন্টার ব্যাক। জিতেছেন অসংখ্য ট্রফি। রিয়ালের জার্সিতে বার্সেলোনার বিপক্ষে তথা এল ক্লাসিকোতে রেকর্ড ৪৫ বার মাঠে নেমেছেন রামোস। চিরপ্রতিদ্বন্দ্বীদের হয়ে মাঠে নামার কোনও সম্ভাবনা রয়েছে ৩৪ বছর বয়সী এই তারকার?

সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে রামোস বলেন, ‘বার্সেলোনা? তা অসম্ভব। এটা নিয়ে নিশ্চিত থাকতে পারেন আমাকে কখনই বার্সার জার্সিতে দেখবেন না। এখনও জানি না। স্পেনের কোনও দলে খেলবো নাকি অন্য কোথাও এটা সময় বলে দিবে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
ম্যানসিটিকে কাঁদিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
X
Fresh