Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০৪ আগস্ট ২০২১, ২০ শ্রাবণ ১৪২৮

রিয়ালে আবারও ফিরব, অশ্রুসিক্ত নয়নে রামোস

sergio ramos, psg, real madrid, neymar, rtv online
সার্জিও রামোস

রিয়াল মাদ্রিদে বিদায় ঘণ্টা বেজেছে সার্জিও রামোসের। লস ব্লাঙ্কোসদের জার্সিতে ৬৭১ ম্যাচে ১০১টি গোল তুলেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

বৃহস্পতিবার (১৭ জুন) আনুষ্ঠানিক বিদায় আয়োজন করেছিল ক্লাব কর্তৃপক্ষ। রামোসের পরিবার ছাড়াও রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ উপস্থিত হয়েছিলেন।

২০০৫ সালে সেভিয়া থেকে ২৭ মিলিয়ন ইউরোতে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেন রামোস। ১৬ বছর সাদা জার্সিতে মাঠ মাতিয়েছিন।

বেদনা বিধুর নয়নে অশ্রু ঝরা কণ্ঠে বলেন, ‘একদিন আমি আবারও ফিরব। রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ। সব সময় দলকে আমার হৃদয়ে বহন করব।’

অধিনায়ক হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানোর রেকর্ড রয়েছে এই সেন্ট্রাল ডিফেন্ডারের নামের পাশে।

‘প্রথমে যা বলতে চাই তা হচ্ছে, কখনই আমার ক্লাব ছাড়ার ইচ্ছা ছিল না। সবসময় থাকতে চেয়েছি। দলের পক্ষ থেকেও আমাকে অফার দিয়েছিল। তবে কোভিডের জন্য সব ভেস্তে যায়।’

রিয়ালের জার্সিতে চারটি লা লিগা, দুটি কোপা দেল রে, চারটি সুপার কোপা, চারটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি উয়েফা সুপার কাপ ও চারটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন রামোস।

‘দল আমার সঙ্গে ১ বছরের জন্য চুক্তি করেছিল। সঙ্গে ১০ শতাংশ অর্থ কমানোর শর্ত ছিল। অর্থ নিয়ে সমস্যা ছিল না। তবে আমার মানসিক স্বস্তি ও পরিবারের জন্য দুই বছরের চুক্তি চাচ্ছিলাম। শেষ পর্যন্ত এক বছরের জন্যই রাজি হলাম। সব শেষ যেবার কথা হলো তখন তারা বললো এখন আর চুক্তি বাড়ানো সম্ভব নয়। নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। যেটা আমার জানা ছিল না।’

২০১০ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নও হয়েছেন। স্পেন জাতীয় দলের হয়ে ১৮০ ম্যাচে গোল দিয়েছেন ২৩টি। কোথায় যাচ্ছেন রামোস?

‘আমি এখনও কোনও দলের বিষয়ে ভাবিনি। জানুয়ারি থেকে যখন দলবদলের বাজারে এসেছি বেশ কয়েকটি ক্লাব থেকে অফার দেয়া হয়েছে। তখনও ভাবিনি রিয়াল মাদ্রিদ ছাড়তে হচ্ছে।’

সেভিয়ার যুব দলের হয়ে খেলার পর সিনিয়র পর্যায়ে অভিষেক হয় ২০০৪ সালে। একটি মৌসুম কাটিয়ে ৪৫ ম্যাচ খেলে তিনটি গোল দেন। তাহলে কি পুরাতন ক্লাব সেভিয়াতে ফিরছেন রামোস? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেভিয়া সব সময় আমার জন্য বিশেষ জায়গা। এই দলটির হয়ে অনেক ভালো সময় কাটিয়েছি। তবে বর্তমানে নতুন গন্তব্য হিসেবে তাদের দেখছি না। তারাও আমাকে অফার করেনি।’

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় যাওয়ার কোনও সম্ভাবনা রয়েছে ৩৪ বছর বয়সী এই তারকার?

‘বার্সায় যাচ্ছি না, এটা নিয়ে নিশ্চিত থাকতে পারেন। এখনও জানি না। স্পেনের কোনও দলে খেলবো নাকি অন্য কোথাও এটা সময় বলে দিবে।’

ওয়াই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS