• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রিয়াল মাদ্রিদকে বিদায় জানালেন সার্জিও রামোস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ জুন ২০২১, ০৯:২৫
সার্জিও রামোস

গুঞ্জন সত্যি হলো। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের সম্পর্কের ইতি টেনে দিলেন সার্জিও রামোস। ইউরোপের সফলতম ক্লাবটিতে থাকছেন না বলে জানিয়ে দিয়েছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

এ নিয়ে স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, বৃহস্পতিবার রামোসকে বিদায় জানাবে ক্লাব। আগামী ৩০ জুন রিয়াল মাদ্রিদে চুক্তির মেয়াদ শেষ হবে রামোসের।

মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ বছর বয়সী সার্জিও রামোস দুই বছর চুক্তি বাড়াতে বলেন। তবে ক্লাব ১০ শতাংশ বেতন কমানোসহ এক বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল। তাতে তিনি রাজি নন।

সেভিয়া থেকে ২০০৫ সালে ২ কোটি ৭০ লাখ ইউরোতে রিয়াল মাদ্রিদে চুক্তিসই করেন রামোস। যা ওই সময়ে রেকর্ড ট্রান্সফার ফি ছিল যেকোনো স্প্যানিশ ডিফেন্ডারের জন্য। সেই রামোসই হয়ে উঠেন রিয়ালের বড় তারকাদের একজন।

তার হাত ধরেই ২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগ জেতে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির হয়ে ৬৭১ ম্যাচে ১০১টি গোল করেন তিনি।

দীর্ঘ এই পথচলায় ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি ক্লাব বিশ্বকাপ, ৫টি লা লিগাসহ জিতেছেন মোট ২২টি শিরোপা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
X
Fresh