• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

এবার ফ্রান্স যাচ্ছে বাংলাদেশের আরচাররা

আরটিভি নিউজ

  ১৬ জুন ২০২১, ২২:৫২
2021 archery world cup stage 3, RTV ONLINE
ছবি- আরচারি ফেডারেশন

সুইজারল্যান্ডে আরচারি বিশ্বকাপ স্টেজ -২ এ রৌপ্য জয়ের পর এবার ফ্রান্সের প্যারিসে স্টেজ-৩ এ অংশ নেবে বাংলাদেশ দল। পাশাপাশি এ আসর থেকে টোকিও অলিম্পিকেও কোয়ালিফাই করা যাবে।

বুধবার (১৬ জুন) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিউদ্দিন চপল।

১১ সদস্যের দল বৃহস্পতিবার রাতে ঢাকা ত্যাগ করেছে। পুরো দলের একডোজ ভ্যাকসিন নেয়ায় তাদের প্যারিসে পৌঁছে কোয়ারেন্টিনে থাকতে হবে না।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি লেফট্যানেন্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম, সিটি গ্রুপের ব্রান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ ও জাতীয় দলের প্রধান প্রশিক্ষক মার্টন ফ্রেডরিক।

কোয়ালিফিকেশন ও এলিমিনেশন রাউন্ডে ৭০ মিটার দুরত্বের রিকার্ভ ডিভিশনে খেলা হবে।

বাংলাদেশ দলের আরচাররা হলেন- মো. রোমান সানা, রাম কৃষ্ণ সাহা, হাকিম আহমেদ রুবেল, আবদুর রহমান আলিফ, দিয়া সিদ্দিকী, বিউটি রায়, মেহনাজ মনিরা ও নাসরিন আক্তার।

গেল মাসে বিশ্বকাপ স্টেজ -২ এ রিকার্ভ মিশ্র ইভেন্টে রৌপ্য জেতেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh