• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আগের ম্যাচেও গালি দেন সাব্বির: ইলিয়াস সানি

আরটিভি নিউজ

  ১৬ জুন ২০২১, ২০:১৭
SABBIR RAHMAN, Elias Sunny, BCB, CCDM, DPL, RTV ONLINE
ছবি- সংগৃহীত

বিকেএসপির তিন নম্বর মাঠে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ব্যাট করছিল। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ফিল্ডিং করছিলেন ইলিয়াস সানি। এমন সময় মাঠের বাইরে থেকে গালি গালাজ ও ইট ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে লিজেন্সড অব রূপগঞ্জের ব্যাটনম্যান সাব্বির রহমানের বিরুদ্ধে।

বুধবার (১৬ জুন) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এমন ঘটনার পর ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে লিখিত অভিযোগ করেছে শেখ জামাল কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে সাব্বির রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও ব্যর্থ হয়েছে আরটিভি নিউজ টিম।

অন্যদিকে ৩৬ বছর বয়সী ইলিয়াস সানি বলেন, ‘সাব্বিরদের বাস এসে বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডের সামনে থামে। সাব্বির আমাকে টিজ করছিল। আমি পাত্তা দেইনি। এক পর্যায়ে তিনি আমাকে ইট ছুঁড়ে মারেন।’

২৯ বছর সাব্বিরের সঙ্গে ব্যক্তিগত কোনও ঝামেলা নেই বলে দাবি করেন জাতীয় দলের হয়ে ৪ টেস্ট ও ৪ ওয়ানডে খেলা বাম-হাতি এই স্পিনার। তার ভাষ্য, ‘আমার সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক ছিল।’

১৩ জুন বিকেএসপি তিন নম্বর গ্রাউন্ডেউ মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ ও শেখ জামাল। ওই ম্যাচে বৃষ্টি আইনে সাত রানে জয় পায় সানির দল।

‘তাদের বিপক্ষে শেষ ম্যাচ যেটা খেলেছিলাম সেদিন ইংরেজিতে অকথ্য ভাষায় গালি দেন। আমি যখন ব্যাট করতে নামি তখন গালি দিতে থাকেন। সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলাম, বুঝে বলছে নাকি? আমার উত্তর না দিয়ে গালি তিনবার রিপিট করেন। আজ যখন গালি দিচ্ছিল আমি কিছুই বলিনি। ইট মারার পর ম্যাচ অফিসিয়াল ও ক্লাবকে বিষয়টি জানাই।’

২০১৪ সালে জাতীয় দলের জার্সিনে নামেন সাব্বির। একাধিকবার শাস্তির মুখে পড়তে হয়েছে তাকে। ২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর বসেছিল। চট্টগ্রামে টিম হোটেলে নারীঘটিত কেলেঙ্কারিতে জড়ান। ১২ লাখ টাকা জরিমানা গুণতে হয় তাকে। বিপিএলের পরের আসরেও আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করেন। ফলে জরিমানা দিয়ে পার পান তিনি। পাশাপাশি ডিমেরিট পয়েন্ট দেয়া হয় তাকে। ২০১৮ সালে জাতীয় লিগে ক্ষুদে দর্শককে পিটিয়ে আলোচনায় আসেন। ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে বাজে আচরণও করেন। সেসময় বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া, ২০ লাখ টাকা জরিমানার সঙ্গে ৬ মাস ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা পান তিনি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh