• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সুখবর পেয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জুন ২০২১, ১৭:৪০
AFC Asian Cup China 2023, Bangladesh Football Federation, rtv online
ফাইল ছবি

কাতারে থেকে দেশে আসার আগে জামাল ভূঁইয়ারা সুখবর পেয়েছেন। ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে বাংলাদেশ।

বুধবার (১৬ জুন) এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশকে খেলতে হচ্ছে না প্লে-অফ ম্যাচ।

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় পর্বের ‘ই’ গ্রুপে ২ পয়েন্ট নিয়ে জেমি ডে’র দলের অবস্থান তলানিতে।

ভারত ও আফগানিস্তানের সঙ্গে দুটি ম্যাচ ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা। হেরেছে বাকি ৬ ম্যাচে। তবে ২ পয়েন্ট পাওয়ায় নতুন নিয়ম অনুযায়ী বাছাইয়ের চূড়ান্ত পর্বে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

২০২৩ সালের ১৬ জুন চীনে শুরু হবে এশিয়ান কাপ। শেষ হবে ১৬ জুলাই।

এদিকে মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে ৩-০ গোলে হারতে হয়েছে বাংলাদেশকে।

এদিন বাংলাদেশ সময় রাত ১০টায় কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে দোহা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবে বাংলাদেশ। রাত ৩ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ফ্লাইটটি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নামছে বাংলাদেশ
‘ঘরের মাঠে আমরা শক্তিশালী দল’
X
Fresh