• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তলানিতে থেকেও এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জুন ২০২১, ১৫:০২

বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রাক বাছাই পর্বে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। তবে পয়েন্ট টেবিলের তলানিতে থেকেও দারুণ সুখবর পেল জামাল ভুঁইয়ারা। আসন্ন চিন এশিয়া কাপের মূল বাছাইপর্বে সরাসরি খেলার সুযোগ পেয়েছে জেমি ডে'র শিষ্যরা।

এক সংবাদ বিজ্ঞপ্তি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) জানায়, ৩৫তম দল হিসেবে বাংলাদেশ খেলার সুযোগ পাচ্ছে এশিয়ান কাপের মূল বাছাইপর্বে।

‘স্বাগতিক চিন, এশিয়ান চ্যাম্পিয়ন কাতারসহ ১৩টি দল সরাসরি অংশ নেওয়া নিশ্চিত করেছে এরই মধ্যে। এছাড়া বাকি ২৪ দলের মধ্যে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব।’ যেখানে রয়েছে বাংলাদেশ।

পূর্বের নিয়ম বহাল থাকলে এই সুযোগ পেত না বাংলাদেশ। নিয়ম অনুযায়ী প্লে অফ রাউন্ড খেলে যেতে হতো বাছাইপর্বে খেলতে হলে। তবে ধারণা করা হচ্ছে, করোনা মহামারির কারণে নিয়মে পরিবর্তন আনা হয়েছে। আর এই নিয়মে গ্রুপ থেকে পঞ্চম সেরা তিনটি দলকে এই সুযোগ দেয়া হচ্ছে।

সেই হিসেবে বাংলাদেশ দুটি ম্যাচে ড্র করেছে। বাছাইপর্বে ভারত ও আফগানিস্তানের সঙ্গে ড্র করে তৃতীয় সেরা পঞ্চম দল হয়েছে জামাল-তপুরা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য
শাবনূরের বিকল্প নেই : ডিপজল
X
Fresh