• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

রোনালদোর পর পগবা সরালেন বি'য়ারের বোতল (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জুন ২০২১, ১২:২৬
পল পগবা

ইউরো কাপ ২০২০ আসরের পানীয় স্পন্সর কোকা-কোলা ও হিনেকেন। এই দুটির উপরেই যেন বিপদ যাচ্ছে বেশি। সোমবার সংবাদ সম্মেলনে এসে পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো টেবিল থেকে সরিয়ে রাখেন কোকা-কোলার বোতল।

এবার তেমনই কাণ্ড ঘটালেন ফরাসি ফুটবলার পল পগবা। এই মুসলিম ফুটবলার বিভিন্ন সময়েই এমন কাজ করে আলোচনায় আসেন নিয়মিতই।

সংবাদ সম্মেলনে দেখা যায়, অ্যালকোহল জাতীয় পানীয় ''হিনেকেন" এর একটি বোতল টেবিলে থাকলে সেটি সরিয়ে নিচে রেখে দেন পগবা।

এর আগে রোনালদো কোকা-কোলার বোতল সরিয়ে রাখায় শেয়ার বাজারে ধস নামে কোকা-কোলা কোম্পানির। শেয়ারের দাম কমে যাওয়ায় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা হারিয়েছে তারা (প্রায় চারশ কোটি ডলার)। এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। পর্তুগাল-হাঙ্গেরি ম্যাচের ত্রিশ মিনিট আগে শেয়ার বাজার খোলে ইউরোপে। খোলার সময় কোকা-কোলার শেয়ারের দাম ছিল প্রায় ৫৬.১০ ডলার করে। অথচ এর কয়েক মিনিট পরেই দাম কমে আসে ৫৫.২২ ডলারে।

হঠাত করেই ১.৬ শতাংশ কমে যাওয়ায় কোকা-কোলার ক্ষতি হয়েছে বড় অঙ্কের। এতে তাদের মূল্য ২৪ হাজার ২০০ কোটি ডলার থেকে কমে দাঁড়ায় ২৩ হাজার ৮০০ কোটি ডলারে। হিসেব মতে প্রতিষ্ঠানটির ক্ষতি হয়েছে ৪০০ কোটি ডলার।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর মাইলফলকের রাতে আল-নাসরের জয়
X
Fresh