• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ওমানের বিপক্ষে হারতে হলো বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জুন ২০২১, ০১:০৬
bangladesh vs oman live score, rtv online
ছবি: বাফুফে

কাতারের মাঠে শক্তিশালী ওমানের বিপক্ষে হারতে হলো বাংলাদেশকে। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে ৩-০ গোলে পরাজয়ে মাঠ ছাড়তে হলো লাল-সবুজদের।

মঙ্গলবার (১৫ জুন) মধ্যপ্রাচ্যের দেশটির পক্ষে খালিদ আল হাজরি জোড়া গোল করেছেন। অপর গোলটি এসেছে মুহাম্মদ আল গাফরির পা থেকে।

দোহার হামাদ বিন জসিম স্টেডিয়ামে ম্যাচের ২২ তম মিনিটে গোল আদায় করেন গাফরি। এতে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ওমান।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে প্রথমার্ধের মতো একের পর এক আক্রমণ চালাতে থাকে ফিফা র‌্যাংকিংয়ে ৮০তম স্থানে থাকা দেশটি।

ম্যাচের ৬১ ও ৮১ মিনিটে দুটি গোল তুলে নেন খালিদ আল হাজরি। শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নেয় ওমান।

২০১৯ সালের নভেম্বরে ওমানের মাঠে বাছাই পর্বের প্রথম লেগে ৪-১ গোলে হেরেছিল জেমি ডে’র শিষ্যরা।

চলতি মাসে বাছাই পর্বে আফগানিস্তান ও ভারতের মুখোমুখি হয় জামাল ভূঁইয়ারা।


আফগানদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ২-০ গোলে হারতে হয় লাল-সবুজদের।

এশিয়ান অঞ্চলের ‘ই’ গ্রুপে ৮ ম্যাচে ২ ড্র ও ছয় হারে দুই পয়েন্ট তুলে তলানিতে বাংলাদেশ। সমান ম্যাচে ছয় জয় ও দুই পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওমান।

বাংলাদেশ একাদশ

গোলরক্ষক

আনিসুর রহমান জিকো,

ডিফেন্ডার

ইয়াসিন আরাফাত, তপু বর্মণ, রিমন হোসেন, রিয়াদুল হাসান রাফি

মিডফিল্ডার

তারিক কাজী, মানিক হোসেন মোল্লা, মোহাম্মদ আবদুল্লাহ, রাকিব হোসেন।

ফরোয়ার্ড

মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
X
Fresh