• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইউরো কাপ

সংবাদ সম্মেলনে কোকের বোতল সরিয়ে আলোচনায় রোনালদো (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২১, ১৭:৩৮

গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল মঙ্গলবার রাতে শুরু করতে যাচ্ছে ইউরো মিশন। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে হাঙ্গেরির। মাঠের লড়াইয়ে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হন দলের কোচ ফার্নান্দো সান্তোস ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

কিন্তু সংবাদ সম্মেলন শুরুর সময়ই যেন রেগে যান এই পর্তুগিজ তারকা। চেয়ারে বসেই সরিয়ে দেন সামনে থাকা দুটি কোকের বোতল (কোকা-কোলা)। এসময় কোকের বোতলের পাশে থাকা পানির বোতল উঁচু করে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, পানি পান করতে।

কোকা-কোলা ইউরোর অফিসিয়াল স্পন্সর। নিজেদের প্রচারের জন্যই সংবাদ সম্মেলন টেবিলে তারা কোমল পানীয়ের বোতল রাখে। কিন্তু রোনালদোর সেটি পছন্দ হয়নি, চোখে পড়তেই সরিয়ে নেন এক নিমিষে।

যদিও এমনটা করার কারণ স্পষ্ট করেননি ৩৬ বয়সী রোনালদো। এর আগে একটা সাক্ষাতকারে রোনালদো জানান, স্বাস্থ্য সচেতনতা থেকেই কোমল পানীয় পান করেন না লম্বা সময় ধরে।

এমন কী এসব খাবার বাচ্চাদেরও দেন না তিনি। বলে আসছেন, এসব খাবার শরীরের জন্য ভালো কোনো উপাদান নয়।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর মাইলফলকের রাতে আল-নাসরের জয়
X
Fresh