• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাতিস্তুতাকে পেছনে ফেললেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২১, ০৬:০৪
Argentina vs Chile, messi, free kick, rtv online, batistuta messi twitter,
লিওনেল মেসি

গোল দিয়ে নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে সবচেয়ে বেশি গোলের মালিক এখন ম্যাজিশিয়ান খ্যাত এই ফরোয়ার্ড। এই পর্যন্ত জাতীয় দলের হয়ে বিশ্বকাপে ছয়টি, কোপা আমেরিকায় ১০টি ও বাছাই পর্বের ম্যাচে ২৩টি গোল তুলেছেন মেসি। পেছনে ফেলেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে। কিংবদন্তি স্ট্রাইকারের গোল সংখ্যা ৩৮টি।

মঙ্গলবার ভোরে কোপা আমেরিকার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল চিলি। ম্যাচটি ড্র করতে হয়েছে লিওনেল স্কালোনির শিষ্যদের। ১-১ গোলে পয়েন্ট ভাগ করে মাঠ ত্যাগ করে দল দুটি।

রিও ডি জেনিরিওতে বি গ্রুপের ম্যাচে ৩৩ মিনিটের মাথায় গোল পান মেসি। অসাধারণ এক ফ্রি কিকে এগিয়ে দেন দলকে।

১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর পেনাল্টি পায় চিলি।

৫৭তম মিনিটে মিডফিল্ডার আর্তুরো ভিদালের নেয়া স্পট কিক ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। যদিও ফিরতি শটে গোল করতে ভুল করেননি ফরোয়ার্ড এডুয়ার্ডো ভারগাস।

আর্জেন্টিনা-চিলি একাধিকবার চেষ্টা করলেও গোল আদায় করতে ব্যর্থ হয়। ফলে দুই পক্ষকেই পয়েন্ট ভাগাভাগি করে থামতে হয়।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে!
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
X
Fresh