• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন ১০১ বছরের নারী

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ এপ্রিল ২০১৭, ১৬:১০

ওয়ার্ল্ড মাস্টার্স গেমসে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেন ১০১ বছরের অ্যাথলেট ম্যান কাউর। সোমবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে এ সোনা জেতেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ১০০ মিটার স্প্রিন্ট শেষ করতে মাত্র ১ মিনিট ১৪ সেকেন্ড সময় নেন ভারতীয় এ নারী। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে ১৭তম অ্যাথলেট হিসেবে এ পদক জিতলেন কাউর।

অবশ্য আসল খবরটি জানলে আরো হতবাক হবেন! এ ইভেন্টে ১০০ বা তার বেশি বছরের ক্যাটাগরিতে তিনিই ছিলেন একমাত্র প্রতিযোগী। ফলে একরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন কাউর।

তবে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ানো নয়, এ বয়সে প্রতিযোগিতায় অংশ নিয়েই সবাইকে তাক লাগিয়ে দেন তিনি।

১০০ মিটার স্প্রিন্ট শেষ করে আনন্দে আত্মহারা হয়ে পড়েন কাউর। চোখে-মুখে ফুটে উঠে বিজয়ের হাসি। জয়ী হবার পর ‘ভি’ চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস জানান তিনি।

এ কীর্তি গড়ায় অসংখ্য মানুষের শুভেচ্ছায় ভাসছেন কাউর। নিউজিল্যান্ড মিডিয়া তাকে ‘চন্ডিগড়ের অলৌকিক’ বলে অভিহিত করেছে।

জয়ী হবার পর কাউরের অনুভূতি জানতে চান সাংবাদিকরা। তবে তিনি ইংরেজিতে কথা বলতে পারেন না। তবুও দেশ-বিদেশের সাংবাদিকদের আবদার মিটিয়েছেন এ বৃদ্ধা। পাঞ্জাবি দোভাষীর সহায়তা তিনি বলেন, আমি প্রতিযোগিতা উপভোগ করেছি। আমি ভীষণ খুশি।

তিনি আরো জানান, আমি আরো দৌড়ে অংশ নেবো। আমি এটি ছাড়বো না। দৌড়ে অংশ নিয়েই যাবো। থামার প্রশ্নই আসে না।

এর আগে ৯৩ বছরে দৌড়ে অংশ নেন কাউর।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬০০ মিটার দৌড়ে যেমন করলেন টাইগাররা
ময়মনসিংহে দৌড়ে ছিনতাইকারী ধরলেন ডিবির ওসি
বল চেজ করতে পাঁচ ফিল্ডারের দৌড়, কারণ জানালেন জাকির
ঈদে মুক্তির দৌড়ে ডজনখানেক সিনেমা (ভিডিও)
X
Fresh