• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

হল অব ফেমে সাঙ্গাকারা-ফ্লাওয়ারসহ ১০ জন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২১, ১৩:৪৪
sangakkara andy flower, RTV online
কুমার সাঙ্গাকারা ও অ্যান্ডি ফ্লাওয়ার

প্রথমবারের মতো বসতে চলেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই আয়োজনকে সামনে রেখে ১০ ক্রিকেটারকে ‘হল অব ফেম’ অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)

প্রকাশিত কিংবদন্তির তালিকায় শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার রয়েছেন।

ভারতের ভিনু মানকড়, ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেনস ও স্যার লিয়ারি কনস্ট্যানস্টাইন, দক্ষিণ আফ্রিকার আবেরি ফালুকনার, অস্ট্রেলিয়ার মন্টি নোবেল ও স্ট্যান ম্যাকাবে এবং ইংল্যান্ডের বল উইলিস ও টেড ডেক্টার স্থান পেয়েছেন।

আগামী ১৮ জুন সাউদাম্পটনে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে ভারতের মুখোমু্খি হবে নিউজিল্যান্ড।

কোরোনা পরিস্থিতিতেও এই ম্যাচে গ্যালারিতে অল্প সংখ্যক দর্শক থাকার অনুমতি দিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।

‘হল অব ফেম’-এ এরইমধ্যে ৯৩ মোট জন ক্রিকেটারের রয়েছেন। খেলাটিতে অবদান রাখায় আরও ১০ কিংবদন্তিকে তালিকায় জায়গা দেয়া হবে।

১৮ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিন তালিকায় যুক্ত হবেন আরও ১০ ক্রিকেটার। মোট ১০৩ জন ক্রিকেটার স্থান পাচ্ছেন হল অব ফেম-এ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে আইরের ইতিহাস
২০২৭ বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
‘নিষিদ্ধ’ হাসারাঙ্গার আইপিএলও শেষ
X
Fresh