• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দেখে নিন কোপা আমেরিকার থিম সং (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২১, ১৪:০২
Gente de Zona copa america mascot Pibe Gente De Zona copa america theme song 2021 alexander delgado, rtv online
ছবি- সংগৃহীত

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ খ্যাত কোপা আমেরিকার দামামা বেজেছে। ১০ দল নিয়ে রোববার (১৩ জুন) রাত থেকে শুরু হচ্ছে এই আয়োজন। তার আগে প্রকাশ করা হলো টুর্নামেন্টের থিম সং।

কিউবান ব্যান্ড জেন্তে ডি জোনার জনপ্রিয় গান ‘লা গোজাডেরা’কে রিমেক করে থিম সংটি প্রকাশ করা হয়েছে।

স্প্যানিশ শব্দ লা গোজাডেরার অর্থ হচ্ছে দ্য ইনজয়েনমেন্ট অথবা উপভোগ।

অ্যালেক্সন্ডার ডেলগাডো ও র‌্যান্ডি ম্যালকম ২০১৪ সালে জেন্তে ডি জোনা ব্যান্ডটি গঠন করেন। ২০১৫ সালে লা গোজাডেরা গানটি প্রকাশ করেছিলেন তারা।

কোপা আমেরিকার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত থিম সং এ অংশগ্রহণকারী দেশগুলোর পতাকাকে প্রাধান্য দেয়া হয়েছে।

টুর্নামেন্টের মাসকট ‘পিবে’কেও নাচতে দেখা গেছে এতে। দক্ষিণ আমেরিকার কুকুরগুলো সুরক্ষা দেয়ার প্রচারণা হিসেবে এবারের মাসকট নির্ধারণ করা হয়েছিল। যা সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট দিয়ে বেছে নেয়।

কোপা আমেরিকার ‘এ’ গ্রুপে স্বাগতিক ব্রাজিলের সঙ্গে আছে ইকুয়েডর, ভেনিজুয়েলা, পেরু ও কলম্বিয়া। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলি। ।

দুই গ্রুপের সেরা চার দল নিয়ে হবে কোয়ার্টার-ফাইনাল। ছয় ও সাত জুলাই বসবে দুই সেমিফাইনাল। ১১ জুলাই ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের কোপা আমেরিকার।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেইমারের কোপা আমেরিকায় খেলা নিয়ে যা জানালেন কোচ দরিভাল
X
Fresh