• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

খেলেতে খেলতে হঠাৎ অজ্ঞান এরিকসেন, খেলাই স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ জুন ২০২১, ২৩:৪২
খেলেতে খেলতে হঠাৎ অজ্ঞান এরিকসেন, খেলাই স্থগিত
সংগৃহীত ছবি

চল্লিশ মিনিটের খেলা চলছিল তখন। হঠাৎ করেই ঘটে গেল এক দুর্ঘটনা। কোনো সংঘর্ষ নয়, ছোঁয়ওনি কেউ। তবু জ্ঞান হারিয়ে পড়ে গেলেন ক্রিশ্চিয়ান এরিকসেন।

এর ফলে ইউরো ২০২০ এর 'বি' গ্রুপে ডেনমার্ক আর ফিনল্যান্ডের খেলাটাকে স্থগিতই ঘোষণা করা হয়েছে। ম্যাচে এর আগ পর্যন্ত সমানে সমান লড়াই করেছে দুই দলই। কিন্তু গোলের দেখা পায়নি কেউ। কিন্তু অঘটনটা ঘটে ম্যাচের ৪৩তম মিনিটে।

আরও পড়ুন...নতুন রেকর্ড গড়লেন মেসি

একটা থ্রো ইন রিসিভ করতে টাচলাইনের কাছে চলে যান এরিকসেন। বল রিসিভের আগেই হারান জ্ঞান, কোনো রকমের সংঘর্ষ ছাড়াই। ঘটনার আকস্মিকতায় বিহ্বল সবাই ছুটে যান তার কাছে। তখন থেকেই বন্ধ ছিল খেলা। শেষমেশ স্থগিতই ঘোষণা করে দেওয়া হয় খেলাটিকে।

ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট (হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া) হয়েছে তার। মাঠে তাৎক্ষণিক চিকিৎসার চেষ্টা করা হয় তাকে। এর কিছু পরেই তাকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় স্ট্রেচারে করে।

এর আগে ২০১২ সালে এমন ঘটনা ঘটেছিল ফ্র্যাব্রিস মুয়াম্বার সঙ্গে। এফএ কাপের ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্সের হয়ে নেমেছিলেন টটেনহ্যামের বিপক্ষে।

টিএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh