• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মেয়াদ বাড়ল বাফুফে সাধারণ সম্পাদক সোহাগের

আরটিভি নিউজ

  ১২ জুন ২০২১, ২০:০৪
bangladesh football federation, Md Abu Nayeem Shohag, shakib al hasan banned, rtv online
ছবি- বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগের মেয়াদ আরও বাড়ানো হয়েছে।

শনিবার (১২ জুন) দুই বছরের জন্য বাফুফের সাধারণ সম্পাদক হিসেবে সোহাগের মেয়াদ বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে বাফুফের কার্যনির্বাহী কমিটি।

দুপুরে নির্বাহী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

তিনি বলেন, ‘আমাদের এজেন্ডায় যে বিষয়টি নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে সাধারণ সম্পাদকের। তার সঙ্গে আমাদের চুক্তির মেয়াদ প্রায় শেষের দিকে। যিনি চুক্তিতে থাকেন তার সবসময় চিন্তায় থাকেন। চুক্তি দীর্ঘ হবে কি না। আমাদের আলোচনাতে সিদ্ধান্ত নিয়েছি, সবাই একমত পোষণ করেছি সাধারণ সম্পাদককে আরও দুই বছরের জন্য মেয়াদ বর্ধিত করা হয়েছে।’

২০০৫ সালে ম্যানেজার কম্পিটিশন্স ( ক্লাব অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) হিসেবে বাফুফেতে যোগ দেন সোহাগ। ২০১১ সালের মে মাসে সাবেক সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী মারাযান। ওই সময় বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন সোহাগ।

দেড় বছর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালনের ২০১৩ সালের জানুয়ারিতে সাধারণ সম্পাদক পদে নিয়োগ দেয়া হয় তাকে।

আবু নাইম সোহাগ বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, নটরডেম কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
X
Fresh